Image

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাত্তা পেল না পাকিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাত্তা পেল না পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাত্তা পেল না পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাত্তা পেল না পাকিস্তান

২৯ বছর পর পাকিস্তানে একটি বড় আইসিসি টুর্নামেন্টের প্রত্যাবর্তন; স্মরণীয় এমন দিনে অবশ্য হাসি নেই পাক সমর্থকদের মুখে। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের ৬০ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। আগে ব্যাট করে কিউইদের সংগ্রহ আসে ৩২০ রানের, যা টপকাতে নেমে ২৬০ রানেই অলআউট মোহাম্মদ রিজওয়ানের দল। বড় পরাজয়ে ঘরের মাঠে টুর্নামেন্ট শুরু করল স্বাগতিকরা। অলআউট হওয়ার আগে পাকিস্তান ২৮৪ বলের মধ্যে ১৬২টি ডট খেলেছে।

পাকিস্তানকে প্রথম ম্যাচে রীতিমতো উড়িয়ে দিয়ে নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে তারা শিরোপার জন্য কতটা হুমকি হতে পারে। ওপেনার উইল ইয়াং, এরপর টম লাথামের হার-না-মানা সেঞ্চুরিতে নিউজিল্যান্ড করাচিতে পায় ৩২০ রানের বড় সংগ্রহ। ইয়াং-লাথাম মিলে এদিন ১১৮  রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। 

গ্লেন ফিলিপস আবারও পাকিস্তানের ডেথ বোলিংকে ধ্বংস করে দেন। ৩৯ বল খেলতেই রান পেয়ে যান ৬১। ইনিংস শেষের দুই বল আগে ফিরে যান প্যাভিলিয়নে। 

প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২ রান করা পাকিস্তান পরের দশ ওভারে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। বাবর আজম, ফখর জামানের জুটিতে এই দশ ওভারে আসে ৪৪ রান। ফখর জামান ব্যক্তিগ ২৪ রানে উইকেট হারালেও দলকে টেনে নিয়ে যেতে থাকেন বাবর আজম। ধীরগতির ব্যাটিংয়ে বাবর ফিফটি ছুঁয়েছেন ৮১ বল খেলে। 

এরপর সালমান আলি আঘা ২৮ বলে ৪২ রানের ইনিংস খেলে নাথান স্মিথের প্রথম শিকার হন। ৯০ বলে ৬৪ রানে থাকা বাবর আজমকে ফিরিয়ে দলকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। খুশদিল শাহ ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি হাঁকালেও তা দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি। 

শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে থামে পাকিস্তানের ইনিংস। ২৬০ রানে গুটিয়ে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের দল দেখে ৬০ রানের বড় পরাজয়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three