ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘রোহিত শর্মা স্ট্যান্ড’
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 3
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 4
তাইজুলও বললেন তিনি ‘আন্ডাররেটেড’
- 5
উইকেটশূন্য সেশন বাংলাদেশের, চট্টগ্রামেও জিম্বাবুয়ের একক আধিপত্য

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘রোহিত শর্মা স্ট্যান্ড’
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘রোহিত শর্মা স্ট্যান্ড’
মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম রোহিত শর্মার নামে রাখল এমসিএ। তাঁর অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। মুম্বাইয়ের কোনও ক্রিকেটার ভারতের অধিনায়ক হিসাবে এর আগে এই কাজ করতে পারেননি।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ড রোহিত শর্মার নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের ঘরের মাঠ ওয়াংখেড়েতে অনন্য সম্মানে ভূষিত হলেন হিটম্যান।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে সম্মানিত করার জন্য এমন উদ্যোগ নিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। দিভেচা প্যাভিলিয়ন লেভেল ৩-এর নাম রাখা হবে রোহিত শর্মা স্ট্যান্ড।
ভারতের সাবেক অধিনায়ক আজিত ওয়াদেকার ও এমসিএর সাবেক সভাপতি শারাদ পাওয়ারের নামেও স্ট্যান্ড থাকবে ওয়াংখেড়েতে।
উল্লেখ্য, ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, বিজয় মার্চেন্ট, দিলীপ ভেঙ্গসরকারের নামে স্ট্যান্ড রয়েছে। এবার সেই তালিকায় যোগ হল রোহিত শর্মার নামও।