নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ফাইনালে অনিশ্চিত
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 3
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 4
তাইজুলও বললেন তিনি ‘আন্ডাররেটেড’
- 5
উইকেটশূন্য সেশন বাংলাদেশের, চট্টগ্রামেও জিম্বাবুয়ের একক আধিপত্য

নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ফাইনালে অনিশ্চিত
নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ফাইনালে অনিশ্চিত
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার ম্যাট হেনরির খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পাওয়ায় তার ফাইনালে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হেনরি সেমিফাইনালে হেনরিক ক্লাসেনের ক্যাচ নেওয়ার সময় চোট পান। তবে পরে মাঠে ফিরে দুই ওভার বোলিং করেন এবং ফিল্ডিংয়েও সক্রিয় ছিলেন।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, হেনরির চোটের অবস্থা নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। "ভালো দিক হলো, সে ফিরে এসে বোলিং করেছে। আমরা তার স্ক্যান করিয়েছি এবং তাকে খেলার সুযোগ দেওয়ার চেষ্টা করছি। তবে এখনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না,"
চলতি টুর্নামেন্টে অসাধারণ ফর্মে থাকা হেনরি ১৬.৭০ গড়ে ১০ উইকেট নিয়েছেন। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৫/৪২ নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। ওই ম্যাচেই তিনি নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে টপকে ওয়ানডেতে দেশের অষ্টম সর্বোচ্চ উইকেটশিকারি হন।
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ২/৪৩ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন। তবে তার চোট নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা হতে পারে।
হেনরি যদি ফাইনালে খেলতে না পারেন, তাহলে তার বদলি হিসেবে দলে আছেন জ্যাকব ডাফি। যদিও ডাফি এখনো এই টুর্নামেন্টে ম্যাচ খেলার সুযোগ পাননি, তবে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭ ওভারে ১/৪৮ উইকেট নিয়ে ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন।
শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার আগে হেনরির চোটের অবস্থা দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।