হাত ভেঙে টম লাথাম ছিটকে গেছেন দলের বাইরে
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 3
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 4
তাইজুলও বললেন তিনি ‘আন্ডাররেটেড’
- 5
উইকেটশূন্য সেশন বাংলাদেশের, চট্টগ্রামেও জিম্বাবুয়ের একক আধিপত্য

হাত ভেঙে টম লাথাম ছিটকে গেছেন দলের বাইরে
হাত ভেঙে টম লাথাম ছিটকে গেছেন দলের বাইরে
পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজে খেলতে পারবেন না নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। অনুশীলন চলাকালীন ডান হাতে তিনি আঘাত পান। এবং পরবর্তীতে এক্স-রে তে তার হাতের ফ্র্যাকচার ধরা পড়ে। এ কারণেই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন কিউই অধিনায়ক।
লাথামের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। ব্রেসওয়েল টি-টোয়েন্টি সিরিজেও দলের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া, উইকেটকিপারের দায়িত্বে থাকবেন মিচ হে। নতুনভাবে দলে ডাক পেয়েছেন হেনরি নিকোলস। তিন মাসের ইনজুরি কাটিয়ে তিনি দুর্দান্ত ফর্মে আছেন।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, "এই সফরে অনেক খেলোয়াড় নানা কারণে অনুপস্থিত, তাই আমাদেরকে নমনীয় থাকতে হয়েছে। তবে এটি অন্য খেলোয়াড়দের জন্য সুযোগ সৃষ্টি করেছে এবং আমরা রাইস মেরিয়ুকে দলে যোগ করতে পেরে খুশি, পাশাপাশি হেনরির ফিরেও ভাল লাগছে।"
অন্যদিকে শুধুমাত্র প্রথম ম্যাচ ই খেলবেন উইল ইয়াং। কারণ এরপর তিনি তার প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে ছুটিতে থাকবেন । এদিকে দলে যোগ করা ২৩ বছর বয়সী নতুন ক্রিকেটার রাইস মেরিয়ু প্রথম-শ্রেণির ক্রিকেটে ৬১.৭৩ গড়ে রান করেছেন