Image

লিটন দাসকে হারিয়ে আরও বিপদে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লিটন দাসকে হারিয়ে আরও বিপদে বাংলাদেশ

লিটন দাসকে হারিয়ে আরও বিপদে বাংলাদেশ

লিটন দাসকে হারিয়ে আরও বিপদে বাংলাদেশ

স্কোরবোর্ডে একশ রান জমা হওয়ার আগেই টপ অর্ডারের চার ব‍্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর টাইগারদের জন্য স্বস্তি হয়ে কলম্বোতে আসে বৃষ্টি। ২ ঘন্টারও বেশি সময় পর আবার খেলা শুরু হলে লিটন-মুশফিকের ব্যাটে বাংলাদেশের দারুণ কামব্যাক। 

তবে চা বিরতির ঠিক আগ মুহূর্তে লিটনকে হারিয়ে আরও বিপদ বাড়ে বাংলাদেশের। ৫৬ বলের ইনিংসে লিটন দাসের ব্যাট থেকে আসে ৩৪ রান। অভিষেক টেস্ট খেলতে নামা সোনাল দিনুশার প্রথম শিকার হলেন লিটন। ভাঙে মুশফিকের সাথে গড়া ৬৭ রানের পার্টনারশিপ। 

কলম্বো টেস্টের প্রথম দিনের চা বিরতিতে যাওয়ার আগে ৪৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৪৪। ৬৪ বলে ৫ চারে ৩৪ রানে অপরাজিত মুশফিকুর রহিম। লিটনের বিদায়ের পর ১ বল খেলা মেহেদী হাসান মিরাজ কোনো রান করতে পারেননি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three