Image

জাম্পার পরিবর্তে রবিচন্দ্রন স্মরণকে দলে নিয়েছে হায়দ্রাবাদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জাম্পার পরিবর্তে রবিচন্দ্রন স্মরণকে দলে নিয়েছে হায়দ্রাবাদ

জাম্পার পরিবর্তে রবিচন্দ্রন স্মরণকে দলে নিয়েছে হায়দ্রাবাদ

জাম্পার পরিবর্তে রবিচন্দ্রন স্মরণকে দলে নিয়েছে হায়দ্রাবাদ

ইনজুরড অ্যাডাম জাম্পার পরিবর্তে কর্ণাটকের বাঁহাতি ব্যাটার রবিচন্দ্রন স্মরণকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়েছে। একই বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, রুতুরাজ গায়কোয়াড়ের বদলি হিসেবে মুম্বাই ব্যাটার আয়ুষ মাত্রেকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

২১ বছর বয়সী স্মরণ ৩০ লক্ষ রূপির ভিত্তি মূল্যে সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দিয়েছেন। তিনি এখন পর্যন্ত ৭টি ফার্স্ট-ক্লাস ম্যাচে ৬৪.৫০ গড়ে ৫০০-র বেশি রান করেছেন, যার মধ্যে পাঞ্জাবের বিপক্ষে একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। ২০২৪ সালে লিস্ট ‘এ’ অভিষেকের পর তিনি ১০টি ম্যাচে ৭২.১৬ গড়ে ৪৩৩ রান করেছেন, দুটি শতরানও রয়েছে তার নামের পাশে। টি-টোয়েন্টিতে ৬ ম্যাচে তার সংগ্রহ ১৭০ রান, স্ট্রাইক রেট ১৭০।

অন্যদিকে, আয়ুষ মাত্রেও ৩০ লক্ষ রূপিতে চুক্তিবদ্ধ হয়েছেন চেন্নাইয়ে। বর্তমানে পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস। ৬ ম্যাচে ২ জয়ে হায়দ্রাবাদের অবস্থান ৯ নাম্বারে। অন্যদিকে ৭ ম্যাচে ২ জয়ে চেন্নাই আছে পয়েন্ট তালিকার তলানিতে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three