উমর আমিনের ১৭৭, রানের পাহাড়ে চাপা বাংলাদেশ 'এ'
- 1
বাংলাদেশকে ‘আউটস্ট্যান্ডিং’ আখ্যা দিয়ে এশিয়া কাপের একাদশ সাজালেন আকাশ চোপড়া
- 2
কোয়াব নির্বাচন বৃহস্পতিবার: সভাপতি পদে মুখোমুখি মিঠুন ও সেলিম শাহেদ
- 3
শীর্ষ অলরাউন্ডার হয়ে জিম্বাবুয়ের ক্রিকেটে নতুন ইতিহাস রাজার
- 4
একযুগ পর কোয়াব নির্বাচন, সভাপতি হলেন মিঠুন আর সহ-সভাপতি সোহান
- 5
লিটনের দ্যোতি ছড়ানো ম্যাচ থামল বৃষ্টিতে

উমর আমিনের ১৭৭, রানের পাহাড়ে চাপা বাংলাদেশ 'এ'
উমর আমিনের ১৭৭, রানের পাহাড়ে চাপা বাংলাদেশ 'এ'
ইসলামাবাদে পাকিস্তান শাহীনসের কাছে আগের দিন মাত্র ১২২ রানে গুটিয়ে যায় মুশফিক-মুমিনুলরা। ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেন ৬৫ রানের ইনিংস, বাকি ১০ ব্যাটার মিলে করতে পারেন কেবল ৪৯। জয় ছাড়া লড়াই করতে পারেননি আর কোনো ব্যাটাররাই। আজ দেখা গেল বোলারদের অসহায় আত্মসমর্পণ। বিপরীতে, ৩৪ বছর বয়সী উমর আমিন খেলেছেন ১৭৭ রানের ইনিংস। ৪ উইকেট হারিয়ে ৩৬৭ রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান শাহীনস।
পাকিস্তানে প্রথম চার দিনের ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ 'এ' দলের। কাল দেখা গেল ব্যাটারদের ভরাডুবি। আজ উইকেট শিকারে ব্যর্থ বোলাররা। দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তান শাহীনসের লিড গিয়ে দাঁড়িয়েছে ২৪৫ রানে। হাতে বাকি আরও ৬ উইকেট। উমর আমিনের ১৭৭ রানের ইনিংসেই রানের পাহাড় গড়ে শাহীনস। অধিনায়ক সৌদ শাকিলের ব্যাট থেকে আসে ৭৬।
ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে আগের দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শাহীনস দুই ওভারে বিনা উইকেটে ২ রান করে দিন শেষ করে। সাইম আইয়ুব ২ রানে অপরাজিত ছিলেন। আরেক ওপেনার মোহাম্মদ হুরায়রাকে নিয়ে আজ ব্যাটিংয়ে নেমে ইনিংস বড় করতে পারেননি আইয়ুব। তবে হুরায়রার ব্যাট থেকে আসে ৩৯ রান।
পাকিস্তান শাহীনস আজ দিনের প্রথম সেশনে খেলে মোট ২৬ ওভার, কেবল ১ উইকেট হারিয়ে রান তুলে ১১৩। লাঞ্চ বিরতির পর নেমে সমান ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে আরও ১২০ রান। দ্বিতীয় দিনের চা বিরতির আগ পর্যন্ত খেলা হয় ৫৭ ওভার, ২ উইকেটে পাকিস্তান শাহীনস করে ২৩৭।
উমর আমিন আজ একাই বিপর্যয়ের ধ্বংসস্তূপ বানিয়েছেন বাংলাদেশের বোলারদের। সেঞ্চুরি হাঁকিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ব্যক্তিগত ১৭৭ রানে। ২১১ বল খেলে এই ইনিংস সাজান ২৩টি চার ও ৩ ছক্কায়। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে আমিনের ৩২ তম শতক। এরপর ফিফটি হাঁকিয়ে সৌদ শাকিল প্যাভিলিয়নে ফেরত যান ব্যক্তিগত ৭৬ রানে।
দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তান শাহীনসের সংগ্রহ ৩৬৭ রান, উইকেট হারিয়েছে কেবল ৪টি। সাদ খান ৩১ ও কামরান গুলাম ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এদিন বাংলাদেশ 'এ' দলের বোলারদের মধ্যে ২ উইকেট হাসান মুরাদের। ১টি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব ও নাইম হাসান।