শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল নিউজিল্যান্ড 'এ'

শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল নিউজিল্যান্ড 'এ'
শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল নিউজিল্যান্ড 'এ'
টানা দুই জয়ে তিন ম্যাচের বেসরকারি ওয়ানডে সিরিজটি এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচে ৪ উইকেটের জয় নিয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচল কিউইরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচে স্বস্তির জয় তুলে নিল সফরকারীরা। টানা দুই পরাজয়ের পর কিউইরা পেল জয়ের দেখা। তবুও তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ ‘এ’ জিতল ২-১ ব্যবধানে। এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচ সিরিজের ট্রফি নিশ্চিত করে ফেলে তারা।
ইয়াসির আলির পর নাসুম আহমেদের ফিফটিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল ২২৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। যে সংগ্রহ শেষ পর্যন্ত বাংলাদেশকে জয় এনে দিতে পারেনি। কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট ৩৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭৭ রান তোলার পর ধীরে ধীরে খেই হারাতে শুরু করে নিউজিল্যান্ড ‘এ’ দল। দলীয় ১৬৬ রানে ৬ উইকেট হারানোর পর আর কোনো বিপদ হয়নি কিউই ব্যাটিং লাইন আপে। ডিন ফক্সক্রফট আর জ্যাক ফোকসের হার-না-মানা জুটিতে ৪৮.২ ওভারে ২৩১ রান নিয়ে ৪ উইকেটে জিতে দলটি।
বাংলাদেশের বোলারদের মধ্যে মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ ও নাইম হাসান নেন দু'টি করে উইকেট। আগের দুই ম্যাচে দাপট দেখানো বাংলাদেশের পেসাররা এদিন থাকেন উইকেটশূন্য।