Image

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে 'এ' দলের সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। আজ সিলেটে গণমাধ্যমের সাথে কথা বলার সময় কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, অধিনায়কের দায়িত্ব পেলেন সোহান। 

জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ জাতীয় দল এখন আরব আমিরাত ও পাকিস্তান সফরের প্রস্তুতি নিচ্ছে। এদিকে, সিলেটে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ 'এ' দল।

জাতীয় দলের বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিয়ে স্কোয়াড সাজায় বিসিবি। শরিফুল ইসলামের সঙ্গে দলে আছেন মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, শামীম হোসেন পাটোয়ারি'রা। 

ওয়ানডে ফরম্যাটের খেলাগুলো ৫, ৭ এবং ১০ মে সিলেটে অনুষ্ঠিত হবে। এরপর ১৪-১৭ মে একই ভেন্যুতে প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২১-২৪ মে ঢাকার মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচটি।

সিরিজের ম্যাচগুলি টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে এবং টি স্পোর্টস ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

বাংলাদেশ 'এ' দল (১ম ও দ্বিতীয় ওয়ানডে)

নুরুল হাসান সোহান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অংকন, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারি, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও খালেদ আহমেদ।

Details Bottom