ম্যাচ ২১ তারিখ, আজকেই পাকিস্তানের সেরা একাদশ ঘোষণা
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই
- 5
যু'দ্ধবিরতির খবর শুনে ‘অস্ট্রেলিয়ার বিমান থেকে নেমে পড়েন’ পন্টিং, থাকেন ভারতেই

ম্যাচ ২১ তারিখ, আজকেই পাকিস্তানের সেরা একাদশ ঘোষণা
ম্যাচ ২১ তারিখ, আজকেই পাকিস্তানের সেরা একাদশ ঘোষণা
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। ম্যাচ শুরুর একদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সেরা একাদশ প্রকাশ করেছে। পরিবর্তন হয়েছে বাবর আজমের ব্যাটিং অর্ডার।
নিয়মিত ওপনিং এবং ওয়ান-ডাউনেই ব্যাটিং করতে দেখা যেত বাবর আজমকে। প্রথম তিনে ব্যাট করতেই তিনি ছিলেন অভ্যস্ত। তবে এবার নতুন ভাবে দেখা যাবে বাবরকে ৪ নম্বর পজিশনে। আব্দুল্লাহ শফিকের সাথে ওপেনিংয়ে থাকবেন সাইম আইয়ুব। তিন নম্বরে ব্যাট করতে নামবেন অধিনায়ক শান মাসুদ।
নাসিম শাহ লাল বলের ক্রিকেটে ফিরেছেন ১৩ মাস পরে। মোহাম্মদ আলিও সেরা একাদশে জায়গা পেয়েছেন শাহীন শাহ আফ্রিদির সঙ্গে।
২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট।
প্রথম টেস্টের জন্য পাকিস্তানের একাদশ:
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শেহজাদ, মোহাম্মদ আলি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও শাহীন শাহ আফ্রিদি।