টিভির পাশাপাশি অনলাইনেও সরাসরি দেখা যাবে বাংলাদেশের খেলা
৯৭ প্রতিবেদক: রাকিব হাসান
প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 37 সেকেন্ড আগে
টিভির পাশাপাশি অনলাইনেও সরাসরি দেখা যাবে বাংলাদেশের খেলা
টিভির পাশাপাশি অনলাইনেও সরাসরি দেখা যাবে বাংলাদেশের খেলা
অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ ২০২৫। দ্বিতীয়বারের মতো এই আসরে খেলবে বাংলাদেশ এ দল। কাল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে টিভি পর্দায়। বাংলাদেশে থাকা দর্শকেরা টি-স্পোর্টস আর ফ্যানকোডে সরাসরি টুর্নামেন্টের ম্যাচগুলো উপভোগ করতে পারবে।
২০২৪ সালে প্রথমবার অংশ নেওয়ার পর এবার আবারও এই প্রতিযোগিতায় বাংলাদেশ। আট দলের এই সিরিজে বাংলাদেশ ‘এ’ ছাড়াও অংশ নিয়েছে পাকিস্তান ‘এ’, নেপাল, পার্থ স্কোর্চার্স, মেলবোর্ন স্টারস, অ্যাডিলেড স্ট্রাইকার্স, নর্দান টেরিটরি স্ট্রাইকসহ অন্যান্য দল।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ১৪ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। এরপর একে একে সোহান-নাইমদের প্রতিপক্ষ হবে নেপাল জাতীয় দল, পার্থ স্কোর্চার্স, নর্দান টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টারস ও অ্যাডিলেড স্ট্রাইকার্স। ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।
যেভাবে দেখা যাবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ-
বাংলাদেশ- টি-স্পোর্টস, ফ্যানকোড
ভারত- ফ্যানকোড
অস্ট্রেলিয়া- ৭প্লাস
নেপাল- কেটিভি ম্যাক্স
পাকিস্তান- এ স্পোর্টস, এআরওয়াই জ্যাপ
যুক্তরাষ্ট্র, কানাডা- উইলো টিভি
শ্রীলঙ্কা- স্টিক্স স্পোর্টস
আফ্রিকা- আনবিটেন, প্রিমিডিয়া স্পোর্ট
বিশ্বের বাকি সব দেশে সরাসরি সম্প্রচার করবে ক্রিকেট অস্ট্রেলিয়া ইউটিউব চ্যানেল
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ সূচি-
১৪ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম পাকিস্তান ‘এ’, বিকাল ৩:৩০ (বাংলাদেশ সময়)
১৬ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম নেপাল, বিকাল ৩:৩০
১৭ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম পার্থ স্কোর্চার্স, বিকাল ৩:৩০
১৯ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম নর্দান টেরিটরি স্ট্রাইক, বিকাল ৩:৩০
২১ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম মেলবোর্ন স্টারস, বিকাল ৩:৩০
২৩ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স, দুপুর ১:৩০
২৪ আগস্ট: সেমিফাইনাল ও ফাইনাল
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড-
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলি চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাইম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।