র্যাংকিংয়ে বাবরের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন রোহিত
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
যু'দ্ধবিরতির খবর শুনে ‘অস্ট্রেলিয়ার বিমান থেকে নেমে পড়েন’ পন্টিং, থাকেন ভারতেই
- 5
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই

র্যাংকিংয়ে বাবরের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন রোহিত
র্যাংকিংয়ে বাবরের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন রোহিত
শুভমান গিলকে সরিয়ে আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে পৌছে গেছে রোহিত শর্মা। রোহিতের সামনে আছে শুধু তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের ব্যাটার বাবর আজম।
আইসিসি ওয়ানডে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম দশজনের তিন জন ই ভারতের ক্রিকেটার। ২ এ রোহিত শর্মা, ৩ এ শুভমান গিল এবং ৪ এ রয়েছেন ভিরাট কোহলি। রোহিতের পয়েন্ট ৭৬৫। কিছুদিন আগে শ্রীলঙ্কার সিরিজে ১৫৭ রান করে পয়েন্ট বাড়িয়ে গিলকে ছাড়িয়ে গেছেন রোহিত।
ওয়ানডে ব্যাটারদের র্যঙ্কিংয়ে উন্নতি হয়েছে শ্রীলঙ্কার পাথুম নিশঙ্কা ও কুশল মেন্ডিসের ও। একধাপ উঠে আটে পৌঁছেছেন পাথুম নিশঙ্কা। তাঁর পয়েন্ট ৭০৮। কুশল মেন্ডিস ৫ ধাপ এগিয়ে এখন আছেন ৩৯ নাম্বরে। তার পয়েন্ট হল ৫৭৪। এ ছাড়াও শ্রীলঙ্কার ক্রিকেটার অবিষ্কা ফের্নান্ডো ২০ ধাপ উঠে পৌঁছে গিয়েছেন ৬৮ নম্বরে।
ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সর্বশেষ টেস্ট প্লেয়ার র্যঙ্কিংয়েও ওলটপালট হয়েছে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৬ এবং অপরাজিত ১৫ রান করে টেস্ট ব্যাটারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ১৬ তে অবস্থান করছেন। ওপেনার টনি ডি জর্জি ২৯ ধাপ উন্নতি করে ৮৫ তে রয়েছেন।
বোলারদের র্যঙ্কিংয়ে কেশব মাহরেজ ৭ ধাপ এগিয়ে আছেন ২১ নাম্বারে। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যান ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫৪ নাম্বারে অবস্থান করেছেন।