Image

দাপট দেখিয়ে র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে দুই ভারতীয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 10 মিনিট আগে
দাপট দেখিয়ে র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে দুই ভারতীয়

দাপট দেখিয়ে র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে দুই ভারতীয়

দাপট দেখিয়ে র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে দুই ভারতীয়

ইংল্যান্ডের বিপক্ষে ওভালে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

১৫তম স্থানে উঠে আসা সিরাজ পেয়েছেন ৬৭৪ রেটিং পয়েন্ট, যা তার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ। ম্যাচসেরা সিরাজ এই ম্যাচে বল হাতে দারুণ ঝলক দেখিয়ে ১২ ধাপ এগিয়ে যান। অন্যদিকে, ৮ উইকেট নেওয়া প্রসিদ্ধ কৃষ্ণা ২৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৯তম স্থানে। তার রেটিং পয়েন্ট এখন ৩৬৮।

শুধু ভারতীয় পেসাররাই নন, ইংল্যান্ডের দুই উদীয়মান পেসার গাস অ্যাটকিনসন ও জশ টাং ও ওভালে ৮ উইকেট করে নিয়ে নিজেদের সেরা অবস্থানে পৌঁছেছেন। অ্যাটকিনসন প্রথমবারের মতো টেস্ট বোলার র‌্যাংকিংয়ের শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন, আর জশ টাং এগিয়ে ১৪ ধাপ পেছনে গিয়ে উঠে এসেছেন ৪৬তম স্থানে।

ব্যাটারদের মধ্যে নজর কেড়েছেন ভারতের ইয়াশস্বী জয়সওয়াল। ওভালে সেঞ্চুরি করা এই তরুণ ব্যাটার তিন ধাপ এগিয়ে ব্যাটার র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচে প্রবেশ করেছেন, তার রেটিং পয়েন্ট ৭৯২। এদিকে, ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে তাদের অবস্থান ধরে রেখেছেন।

জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজেও র‌্যাংকিংয়ে প্রভাব ফেলেছেন কিছু পারফরমার। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল চার ধাপ এগিয়ে ব্যাটার র‌্যাংকিংয়ের শীর্ষ দশে ঢুকেছেন। আর বল হাতে দারুণ ছন্দে থাকা ম্যাট হেনরি তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন চতুর্থ স্থানে, ক্যারিয়ার সেরা ৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও এসেছে বেশ কিছু পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার টিম ডেভিড দুই ধাপ এগিয়ে এখন ১৬তম স্থানে। ফ্লোরিডায় দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানি ওপেনার সাইম আয়ুব ২৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭তম স্থানে।

টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়া অলরাউন্ডার জেসন হোল্ডার ২৩ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের সঙ্গে যৌথভাবে ৩২তম স্থানে অবস্থান করছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three