Image

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল

ইংল্যান্ডে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুবমান গিলকে ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

রোহিত শর্মার অবসরের পর গিলের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা। হিটম্যানের পর শুবমানের উপরেই ভরসা রাখলেন নির্বাচকরা। আর টেস্ট টিমের সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রিশাব পান্টকে। 

ভারতের জার্সিতে এখন পর্যন্ত ৩২টি টেস্ট খেলেছেন শুবমান গিল। ৫৯ ইনিংসে ৩৫.০৫ গড়ে করেছেন ১৮৯৩ রান। শুবমানের ঝুলিতে রয়েছে ৫টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি। ভবিষ্যতের কথা মাথায় রেখে শুবমানের হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছে বিসিসিআই।  

ইংল্যান্ড সফরের জন্য ভারতের ১৮ সদস্যের দলে করুণ নায়ার, শারদুল ঠাকুর এবং সাই সুদর্শনও রয়েছেন। তবে মোহাম্মদ শামি নেই।

Details Bottom
Details ad One
Details Two
Details Three