ইসলামাবাদে ২ দিনেও হলনা টস, বৃষ্টির বাগড়া চলছেই
-
1
আফগানদের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের যুবারা
-
2
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
-
3
জন্মদিনে এক নজরে কোহলির অবিশ্বাস্য রেকর্ড
-
4
নতুন রূপে বিপিএলঃ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন
-
5
অকল্যান্ডে ৭ রানে জয়, নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিবীয় উল্লাস
ইসলামাবাদে ২ দিনেও হলনা টস, বৃষ্টির বাগড়া চলছেই
ইসলামাবাদে ২ দিনেও হলনা টস, বৃষ্টির বাগড়া চলছেই
বৃষ্টির বাগড়া এবং ভেজা আউটফিল্ডের কারণে মাঠে গড়ায়নি বাংলাদেশ 'এ' দলের দ্বিতীয় চার দিনের ম্যাচের ২য় দিনের খেলা। ইসলামাবাদে পাকিস্তান শাহীনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চারদিনের ম্যাচ খেলার কথা থাকলেও প্রথম দুদিনের একদিনও খেলা শুরু করা সম্ভব হয়নি। একারণে প্রথম দিনের মত দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠিত হয়নি টসও।
চা বিরতির পর এবং পরিত্যক্ত ঘোষণা করার আগে আম্পায়াররা ৩ বার মাঠ পরিদর্শন করেছেন। তবে আউটফিল্ড সন্তোষজনক না হওয়ায় টস করাও সম্ভব হয়নি।
পাকিস্তান শাহীনসের বিপক্ষে ২ টি চার দিনের ম্যাচ খেলছে বাংলাদেশ 'এ' দল। প্রথম চার দিনের ম্যাচ হয়েছে ড্র। তবে সেখানেও চারদিনের একদিন বৃষ্টির কারণে ম্যাচ গড়ায়নি।
ইসলামাবাদে দ্বিতীয় চার দিনের ম্যাচের বাকি আছে আর দুইদিন। সিরিজ নির্ধারনের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। তবে ইতোমধ্যেই বাংলাদেশ 'এ' দল থেকে বেশ কিছু খেলোয়াড় যোগ দিয়েছেন জাতীয় দলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার জন্য। এখন 'এ' দলের নেতৃত্ব দিচ্ছেন এনামুল হক বিজয়।
