জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪৮.৪ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসের ভিত গড়ে দেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮৭ বলে ৫৯ রান করেন তিনি, যেখানে ছিল ছয়টি চার। শুরুতে জাওয়াদ আবরার ২৫ ও রিফাত বেগ ১৫ রান করে কিছুটা ভালো সূচনা এনে দেন। তবে মাঝের দিকে দ্রুত উইকেট পড়ে গেলে চাপে পড়ে বাংলাদেশ। রিজান হোসেন করেন ৪৭ রান। শেষদিকে নিচের সারির ব্যাটারদের অবদানে ২৫০ পেরোয় দলীয় সংগ্রহ।

২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। একপ্রান্ত আগলে রেখে লড়াই করার চেষ্টা করেন অধিনায়ক সিম্বারাশে মুদজেঙ্গেরেরে। তিনি ১২১ বলে ৭০ রান করলেও অন্য প্রান্ত থেকে তেমন সমর্থন পাননি। শেলটন মাজভিতোরেরা ৪২ রান করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে দুর্দান্ত ছিলেন ইকবাল হোসেন ইমন। নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে গুরুত্বপূর্ণ ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এছাড়া আল ফাহাদ ও মোহাম্মদ রিজান হোসেন নিয়মিত চাপে রেখে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।