লিড প্রায় ৫০০'তে নিয়ে যেতে চায় ভারত
-
1
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
-
2
এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই
-
3
কনওয়ে-লাথামের রেকর্ড জুটিতে দাপট, প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৩৩৪-১
-
4
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড
-
5
পাকিস্তান সিরিজ দুই ধাপে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের মাটিতে
লিড প্রায় ৫০০'তে নিয়ে যেতে চায় ভারত
লিড প্রায় ৫০০'তে নিয়ে যেতে চায় ভারত
চেন্নাই টেস্টে দ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে ভারত। প্রথম ইনিংস থেকে পাওয়া ২২৭ রানের লিড মিলিয়ে বাংলাদেশের চেয়ে ৩০৮ রানে এগিয়ে স্বাগতিকরা। এখন ভারতীয় দল চায় বাংলাদেশের সামনে জয়ের জন্য বড় লক্ষ্য রাখতে। দিনের খেলা শেষে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা শোনালেন তাদের কি পরিকল্পনা।
প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়া ভারত এরপর বাংলাদেশকে গুটিয়ে দেয় ১৪৯ রানে। ফলোঅনের সীমানা পেরোনোর আগেই অলআউট টাইগাররা, খেলতে পারে কেবল ৪৭.১ ওভার। তবে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। ৩ উইকেটে ৮১ রান নিয়ে চেন্নাই টেস্টে কাল ভারত তৃতীয় দিনের খেলা শুরু করবে।
রান নেই রোহিত-কোহলির ব্যাটে। তবে প্রথম ইনিংসে ডাকের স্বাদ পাওয়া শুবমান গিল অবশ্য ফিরে পেয়েছেন তার চেনা ছন্দ। বাংলাদেশের বোলারদের আজ কোনোপ্রকার সুযোগই দেননি গিল। কাল সকালের সেশনে রিশাব পান্টকে নিয়ে চাইবেন লিড বাড়িয়ে পাহাড়সম করতে। চালকের আসনে ভারত। ভারত-বাংলাদেশ চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের শেষে এ কথা বলে দেওয়াই যায়। প্রথম টেস্টে জয়ের সুবাস পেতে শুরু করেছেন রোহিত-কোহলিরা।
দ্বিতীয় দিনের খেলা শেষে চেন্নাই টেস্টের ফলাফল নিয়ে নিজেদের পরিকল্পনা বললেন রবীন্দ্র জাদেজা, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো স্কোর গড়তে হবে। আমরা আরও ১২০ থেকে ১৫০ রান যোগ করতে চাই। এরপর যত দ্রুত সম্ভব তাদের (বাংলাদেশ) অলআউট করতে চাই।’
‘পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো। কিন্তু ফাস্ট বোলারদের জন্য এখানে কিছু আছে। কিছু বল সিম করছিল। ফাস্ট বোলাররা পরিশ্রম করতে পারলে উইকেট পেতে পারে। কিছু বল স্পিনও করে। কিছু বল আবার নিচু হয়ে যাচ্ছে।’
