জন্মদিনের উপহার জয়, শান্তর কাছে আরও যা বিশেষ
-
1
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
-
2
জন্মদিনে এক নজরে কোহলির অবিশ্বাস্য রেকর্ড
-
3
নতুন রূপে বিপিএলঃ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন
-
4
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
-
5
অকল্যান্ডে ৭ রানে জয়, নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিবীয় উল্লাস
জন্মদিনের উপহার জয়, শান্তর কাছে আরও যা বিশেষ
জন্মদিনের উপহার জয়, শান্তর কাছে আরও যা বিশেষ
ইতিহাস গড়ে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। দেশে চলমান রাজনৈতিক সহিংসতা, ভয়াবহ বন্যায় যখন জনজীবন বিপন্ন তখন এই জয়টা হয়ে উঠতে পারে অনেকের খুশির কারণ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়টা আরও এক কারণে বিশেষ। সেই বিশেষ কারণটা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্মদিন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার অনুভূতি প্রকাশ করেছেন শান্ত,
"দারুণ অনুভূতি। যখন আমরা এসেছি সকালে আমাদের বিশ্বাস ছিল আমরা জিততে পারব। আমরা ৯৪ রানে এগিয়ে ছিলাম। পেসারদের বল একটু এদিক সেদিক করছিল। স্পিন খেলাও কঠিন ছিল। আমাদের বিশ্বাস ছিল যদি ভালো জায়গায় বল করতে পারি তাহলে আমরা তাদের হারাতে পারব এবং এটাই ঘটেছে।"
দেশের এত অস্থিরতার মাঝে এই জয়টা খুব প্রয়োজন ছিলো বলে শান্ত বলেন, "অনেক জরুরি ব্যাপার। গত ১ মাসে অনেক কঠিন পরিস্থিতি গিয়েছে আমাদের। এখনও কিছু সমস্যা আছে। বাংলাদেশে সবাই সবাইকে সাপোর্ট দিয়ে থাকি আমরা। আশা করছি এই জয়টা তাদের মুখে কিছুটা হাসি এনে দিবে। এজন্য আমরা অনেক খুশি। পরের ম্যাচেও এমন কাজ করতে চাই আমরা।"
শেখ হাসিনা সরকারের স্বৈরশাসকের প্রতিবাদে শহীদ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের জয় সেইসব শহীদদের উৎসর্গ করেছেন বাংলাদেশ ক্রিকেট দল।
"এই টেস্ট জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এই জয়টা তাদেরকে উতসর্গ করেছি এবং তাদের জন্য দলের পক্ষ থেকে অনেক অনেক দোয়া। তাদের পরিবারে আমার মনে হয় অনেক কঠিন সময় গিয়েছে। আশা করি এই জয়টা দিয়ে তাদের মুখে একটু হলেও হাসি আসবে।"
রাওয়ালপিন্ডিতেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পরের ম্যাচ ও জেতার প্রত্যাশা করে শান্ত বলেন, "অবশ্যই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ শেষ আমরা অনেক উপভোগ করেছি। এখন আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে কীভাবে আমরা পরের ম্যাচে জিততে পারি। আমরা বিশ্বাস করি আমরা পরের ম্যাচও জিততে পারব। তবে এখানে প্রক্রিয়ার ব্যাপার। কীভাবে সেশন ধরে ধরে খেলব আমরা এসব। শান্ত থেকে কীভাবে খেলে যেতে হবে সেসব ভাবতে হবে আমাদের।"
