হাসান-তাইজুলে কিছুটা স্বস্তি বাংলাদেশের
-
1
দেশের ক্রীড়াঙ্গনের নীরব নায়ক সাপোর্ট স্টাফদের প্রতি রাজিন সালেহর শ্রদ্ধা
-
2
প্রথম সেশনে জয়,মুমিনুলকে হারিয়েও ১৬১ রান লিড বাংলাদেশর
-
3
দ্বিতীয় সেশন শেষে প্রায় ৩০০ রানের লিড বাংলাদেশ
-
4
তৃতীয় দিনে আয়ারল্যান্ডকে কোণঠাসা করে রেকর্ড গড়ল বাংলাদেশ
-
5
সিলেটে টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে উড়িয়ে জিতল বাংলাদেশ
হাসান-তাইজুলে কিছুটা স্বস্তি বাংলাদেশের
হাসান-তাইজুলে কিছুটা স্বস্তি বাংলাদেশের
ঘরের মাঠে টাইগারদের নতুন টেস্ট সিরিজ শুরু। কিন্তু পুরানো ব্যাটিং ব্যর্থতায় আরও একবার ডুবল নাজমুল হোসেন শান্তর দল। ধুঁকতে থাকা টাইগাররা প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১০৬ রানে। এরপর অবশ্য বোলিং ইনিংসের প্রথম ওভারেই উইকেট পান হাসান মাহমুদ। তাইজুল ইসলাম এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। প্রোটিয়াদের দুই উইকেট নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ।
প্রথম দিনের চা বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ৬৫। প্রথম ইনিংসে এখনও তারা বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে ৪১ রানে। ওপেনার টনি ডি জর্জি ১৯ রানে অপরাজিত থেকে চা বিরতির পর ব্যাট করতে নামবেন। তাকে সঙ্গ দেওয়া ডেভিড বেডিংহামের রান ৯।
১০৬ রানে অলআউট হয়ে বাংলাদেশ বল হাতে নিয়ে প্রথম ওভারেই পায় উইকেট। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম হাসান মাহমুদকে সামলাতে ব্যর্থ হন। ব্যক্তিগত ৬ রানে হন বোল্ড। এরপ তাইজুল ইসলাম ফেরালেন তিনে নামা ট্রিস্টান স্টাবসকে, ৫০ রানে দ্বিতীয় উইকেট গেল দক্ষিণ আফ্রিকার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম টেস্টে টস জিতেও বাংলাদেশ পায়নি স্বস্তি। ৪০.১ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পারে কেবল ১০৬। এক প্রান্ত আগলে রেখে মাহমুদুল হাসান জয় টেনে নিচ্ছিলেন দলকে। ৯৭ বলে ৩০ রান করে কাজ অসমাপ্ত রেখে ফেরেন তিনিও। দেশের ১০৫তম ক্রিকেটার জাকের আলি অনিককে ক্যাপ পরিয়ে দেন মুশফিকুর রহিম। কিন্তু সাদা পোশাকে অভিষেক রাঙানো হয়নি জাকেরের। করতে পারেননি ২ রানের বেশি। শেষ ব্যাটার তাইজুল ইসলামে বোল্ড করে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন কেশব মহারাজ।
