তাসমানিয়া টাইগার্সের সঙ্গে পেরে উঠল না বাংলাদেশ এইচপি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগে আপডেট: 1 সেকেন্ড আগে
তাসমানিয়া টাইগার্সের সঙ্গে পেরে উঠল না বাংলাদেশ এইচপি

তাসমানিয়া টাইগার্সের সঙ্গে পেরে উঠল না বাংলাদেশ এইচপি

তাসমানিয়া টাইগার্সের সঙ্গে পেরে উঠল না বাংলাদেশ এইচপি

৯ দলের টুর্নামেন্ট টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে মেলবোর্ন রেনেগেডস একাডেমির বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ এইচপি (হাই পারফরম্যান্স দল)। দ্বিতীয় ম্যাচে এসে অবশ্য পরাজয়ের স্বাদ পেয়েছে আকবর আলির দল। তাসমানিয়া টাইগার্স ৫ উইকেটের জয় পেয়েছে। 

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরির রাজধানী ডারউইনের টিআইও স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে বাংলাদেশ এইচপিকে ব্যাট করতে পাঠায় তাসমানিয়া টাইগার্স। 

ব্যাট হাতে শুরুটা দারুণ হয় বাংলাদেশ এইচপির। উদ্বোধনী জুটিতে ৮.৩ ওভারে ৭৩ রান তুলে ফেলেন জিশান আলম ও তানজিদ হাসান তামিম। যদিও ৯ম ওভারে টানা দুই বলে সাজঘরের পথ ধরেন তাঁরা। তানজিদ হাসান তামিম ২৯ বলে ২৮ রান করে রান আউট হন, ২৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করে আউট হন জিশান আলম। 

চারে নামা আফিফ হোসেন ধ্রুব ৬ বলে ১০ রানের বেশি করতে পারেননি। ৮৮ রানে ৩ উইকেট হারানোর পর তিনে নামা পারভেজ হোসেন ইমন পাঁচে নামা অধিনায়ক আকবর আলির সঙ্গে মিলে ৩৭ রানের জুটি গড়েন। ১৭ বলে ২০ রান করে আউট হন আকবর আলি। 

আগের ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ রান করা পারভেজ হোসেন ইমন এদিনও দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। ২৯ বলে ২ টি করে চার ও ছক্কায় ৩৯ রান করে অপরাজিত থাকেন তিনি। শামীম হোসেন ১২ বলে ১৩, আবু হায়দার রনি ৪ বলে ৬* রান করলে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান করে থামে বাংলাদেশ এইচপির ইনিংস। 

তাসমানিয়া টাইগার্সের পক্ষে ২ উইকেট নেন গেব বেল। ১ টি করে শিকার কিয়েরান ইলিয়ট ও নিবেথান রাধাকৃষ্ণের। 

জবাব দিতে নেমে শুরুটা ধীরলয়ে করে তাসমানিয়া টাইগার্স। নিক ডেভিস ২৩ বলে ৩০ রান করলেও টিম ওয়ার্ড ৭ বলে ৬, নিবেথান রাধাকৃষ্ণ ৮ বলে ৫, চার্লি ওয়াকিম ২৬ বলে ২৫ রান করেন। 

তবে পাঁচে নামা জেক ডোরান অনবদ্য এক ইনিংস খেলে তাসমানিয়াকে জয় এনে দেন। ৩৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৭১ রান করে অপরাজিত থাকেন তিনি। রাফায়েল ম্যাকমিলান ৯ বলে ১৭* রানের ক্যামিও খেলে হাসিমুখে মাঠ ছাড়েন। ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় তাসমানিয়া টাইগার্স। 

বাংলাদেশ এইচপির পক্ষে ২ উইকেট নেন রাকিবুল হাসান। ১ টি করে শিকার শেখ পারভেজ জীবন আবু হায়দার রনি ও মাহফুজুর রহমান রাব্বির। 

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এইচপির পরবর্তী ম্যাচ ১৪ আগস্ট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায় শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি।