Image

আমরা আরও ৪০-৫০ রান তুলতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতো: হৃদয়

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 দিন আগেআপডেট: 1 ঘন্টা আগে
আমরা আরও ৪০-৫০ রান তুলতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতো: হৃদয়

আমরা আরও ৪০-৫০ রান তুলতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতো: হৃদয়

আমরা আরও ৪০-৫০ রান তুলতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতো: হৃদয়

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াই করেও পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ফিফটি করে দলকে টেনে নিলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি তাওহীদ হৃদয়। ৫ উইকেটের হারে শুরু হলো টাইগারদের সিরিজ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্স ও দলের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন এই তরুণ ব্যাটার। তিনি বলেন, “গত বছর কী হয়েছে সেটা আমি বলতে পারব না। কিন্তু ক্রিকেটার হিসেবে সবসময় আমাদের মনে থাকে যে আমরা যেন প্রতিটা ম্যাচ ভালোভাবে, ভালো কিছু করতে পারি। ভালো খেলার টার্গেটই আমাদের থাকে, জয়ের জন্যই সবসময় মাঠে নামি।”

ব্যাটিং ব্যর্থতাকেই হারের প্রধান কারণ হিসেবে দেখছেন হৃদয়। তার ভাষায়, “আমার মনে হয়েছে, আমরা বোর্ডে আরও ৪০-৫০ রান বেশি তুলতে পারলে খেলার সিনারিওটা আলাদা হতো। উইকেট ব্যাটিংয়ের জন্য একদম সহজ ছিল না। বোলাররা ভালো বল করেছে, উইকেটে হেল্প ছিল তাদের জন্য।”

দলীয় ব্যাটিং নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “ব্যাটিং পয়েন্ট অব ভিউ থেকে আমরা রানস শট করেছি। ৫০ ওভারের খেলা, কিন্তু আমরা সাম্প্রতিক ১০ ম্যাচের মধ্যে ছয়টাতেই পুরো ৫০ ওভার খেলতে পারিনি। এটা কোনো দলের জন্যই ভালো সাইন নয়।”

তবে সতীর্থদের প্রতি আস্থা রাখছেন হৃদয়। তিনি বলেন, “এশিয়া কাপে যারা ভালো খেলেছে, তাদের ফর্ম নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। আপনারা অনেক সময় এক ফরম্যাটের পারফরম্যান্সের সঙ্গে আরেকটা ফরম্যাট কম্পেয়ার করেন, কিন্তু আসলে সবাইই ভালো অবস্থায় আছে। সব খেলোয়াড় সবসময় ভালো খেলবে না এটাই স্বাভাবিক।”

দলকে ঘুরে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন এই তরুণ। “আমাদের মধ্যে একজন-দুজন যদি শেষ পর্যন্ত খেলে যেতে পারে, তাহলে ম্যাচের চিত্র পাল্টে যাবে। ইনশাল্লাহ পরের ম্যাচগুলোতে আমরা এই জায়গাটা থেকে ওভারকাম করব,” বলেন হৃদয়।

সিরিজে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করে তিনি আরও যোগ করেন, “এখন আমাদের সামনে যেটা আছে, সেটাতেই ফোকাস করতে চাই। সামনে টানা দুই ম্যাচ আছে, ভালো কিছু করতে পারলে সিরিজে ফিরে আসা সম্ভব।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three