ঢাকাকে ৪১ রানে হারিয়ে নোয়াখালীর দাপুটে জয়
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 মিনিট আগে-
1
রুমে হঠাৎ ঢোকা ও জেরার মুখে খেলোয়াড়রা, আকুর কার্যক্রমের ব্যাখা দিলেন মিঠু
-
2
বিপিএলে আকুর কড়াকড়ি ইতিবাচক তবে প্রক্রিয়া মানা জরুরি, হান্নান সরকার
-
3
ভীষণ দুঃখজনক - আইপিএল থেকে মুস্তাফিজ ছিটকে যাওয়ায় ব্যথিত মঈন আলী
-
4
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহ জানাল পাকিস্তান
-
5
ঢাকায় ফিরছে বিপিএল, টিকিট বিক্রি শুরু সোমবার
ঢাকাকে ৪১ রানে হারিয়ে নোয়াখালীর দাপুটে জয়
ঢাকাকে ৪১ রানে হারিয়ে নোয়াখালীর দাপুটে জয়
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার নোয়াখালী এক্সপ্রেস ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে হারিয়েছে। টস জিতে ব্যাটিং নেওয়া নোয়াখালী ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে।
নোয়াখালীর জয়ের নায়ক ছিলেন হাসান ইসাখিল, যিনি মাত্র ৬০ বল খেলে ৯২ রান করেন। তার সঙ্গে সৌম্য সরকার ২৫ বলেই ৪৮ রান যোগ করেন। তাছাড়া মোহাম্মদ নবী করেন ১৭ রান। বাকি কেউ ছুঁতে পারেননি ডাবল ডিজিট।
নোয়াখালী শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ করে। ঢাকা ক্যাপিটালসের হয়ে আব্দুল্লাহ আল মামুন, তাইজুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন ২টি করে উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালসের শুরুটা ভালো হয়নি। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১০ বল খেলে ১১ রান করেন। এরপর দলটি ক্রমেই চাপের মুখে পড়ে। ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন ৩১ বল খেলে ৩৩ রান করেন, কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। শামীম পাটোয়ারী করেন ২৯ রান।
শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিন করেন ২০ বলে ৩৪ রান। শেষ পর্যন্ত ঢাকা ৭ উইকেটে ১৪৩ রান করতে পারে এবং নোয়াখালীর কাছে হেরে যায় ৪১ রানে। নোয়াখালীর হয়ে হাসান মাহমুদ, মোহাম্মদ নবী ২ টি করে উইকেট নেন।
