ক্রিকেট বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমিনুল হকের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
অ্যারেরন জোন্সকে আইসিসির সকল ক্রিকেট থেকে নিষিদ্ধ করল আইসিসি
-
2
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা
-
3
প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারাল পাকিস্তান
-
4
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নির্ধারিত
-
5
নির্ধারিত হল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি
ক্রিকেট বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমিনুল হকের
ক্রিকেট বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমিনুল হকের
নির্বাচনী মাঠে প্রচারণার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ নিয়েও সরব হয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। মিরপুরে গণসংযোগকালে তিনি ক্রিকেট বোর্ডের বর্তমান কাঠামো ও নেতৃত্ব নিয়ে তীব্র সমালোচনা করে জানান, ক্ষমতায় গেলে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার পঞ্চম দিনে সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুর-৬ নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন বিএনপির এই প্রার্থী। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে ভোট প্রার্থনা করেন। গণসংযোগ চলাকালে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
দেশের ক্রিকেট বোর্ডের নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, **‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে। একজন সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতার কারণে আজ ক্রিকেট বোর্ড কলঙ্কিত। তাদের ভুল নীতি আর ব্যক্তিগত স্বার্থের কারণে দেশের ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হচ্ছে।’**
ক্রিকেট কূটনীতির দুর্বলতার দিকটি তুলে ধরে তিনি আরও বলেন, ‘আজ ক্রিকেট কূটনীতির অভাবের কারণে বাংলাদেশ দল নিরাপত্তা জটিলতায় পড়ছে। নিরাপত্তা পাওয়া আমাদের অধিকার, দেশের স্বার্থ আগে। কিন্তু আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সঠিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করতে বর্তমান বোর্ড ব্যর্থ হয়েছে। তাদের এই অনভিজ্ঞতার দায়ভার পুরো দেশের ক্রিকেটকে বইতে হচ্ছে।’
নির্বাচনের পর সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে অবস্থান স্পষ্ট করে দিয়ে ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘জনগণের ভোটে আমরা যদি জয়ী হতে পারি এবং আল্লাহ যদি আমাদের কবুল করেন, তবে অবশ্যই এই বোর্ডের প্রতিটি কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা হবে। কারো ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ক্রিকেট কিংবা আমার দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে না। যারা এই ক্ষতির সাথে জড়িত, তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে।’
গণসংযোগকালে আমিনুল হকের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া চান এবং দেশের ক্রীড়াঙ্গনসহ সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
