বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়

আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল ইংল্যান্ড। শুক্রবার পাল্লেকেলেতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে বৃষ্টি–আইনে (ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন পদ্ধতি) শ্রীলঙ্কাকে ১১ রানে হারিয়েছে সফরকারীরা।

ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্যাম কারান। দারুণ এক হ্যাটট্রিকসহ তার দুর্দান্ত বোলিংয়ে ১৬.২ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাট হাতে শুরুতে কার্যকর ভূমিকা রাখেন ওপেনার ফিল সল্ট। বিশ্বের দ্বিতীয় র‌্যাংকিংপ্রাপ্ত টি–টোয়েন্টি ব্যাটার ৩৫ বলে ৪৬ রান করে ইংল্যান্ডকে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে দেন।

এর আগে শ্রীলঙ্কা দুর্দান্ত শুরু করে। মাত্র সাত ওভারে এক উইকেট হারিয়ে ৭৬ রান তুলে নেয় তারা। তবে স্পিন আক্রমণ আসতেই ছন্দ হারায় স্বাগতিকরা। লেগ স্পিনার আদিল রশিদের তিন উইকেট শ্রীলঙ্কার ব্যাটিং ধসের সূচনা করে। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

স্যাম কারান এরপর হ্যাটট্রিক করে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন। তিনি প্রথমে অধিনায়ক দাসুন শানাকাকে মিড অফে ক্যাচ বানান, এরপর মাহিশ থিকশানাকে লং অনে ক্যাচ করান। হ্যাটট্রিক ডেলিভারিতে সুইং করা ফুল লেংথ বল দিয়ে বোল্ড করেন মাথিশা পাথিরানাকে। শেষদিকে জেমি ওভারটন বোল্ড করেন ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (১৪)। মাত্র পাঁচ বলের ব্যবধানে ১২৯/৬ থেকে ১৩৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী ছিলেন ফিল সল্ট। দ্রুতগতির ২৯ বলে ১৫ রান করেন টম ব্যান্টন, যেখানে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। ফিল্ডিংয়েও ভুগেছে শ্রীলঙ্কা দুটি সহজ ক্যাচ ফেলে দেয় তারা।

ইংল্যান্ড যখন ছয় উইকেট হাতে রেখে শেষ দুই ওভারে মাত্র ৯ রান দূরে, তখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ডিএলএস হিসেবে অনেক এগিয়ে থাকায় ইংল্যান্ডকেই বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে বৃষ্টির কারণে ম্যাচটি ১৭ ওভারে নামিয়ে আনা হয়েছিল।

রবিবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। মঙ্গলবার অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।