সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে এমআই এমিরেটস

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 4 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে এমআই এমিরেটস

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে এমআই এমিরেটস

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে এমআই এমিরেটস

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির কোয়ালিফায়ার–২ এ সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে ফাইনালে উঠেছে এমআই এমিরেটস। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটের জয়ে ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সাকিবদের হাতেই।

আগে বোলিংয়ে নেমে সাকিব ছিলেন নিয়ন্ত্রিত ও ধারাবাহিক। নিজের চার ওভারে মাত্র ২০ রান খরচ করে প্রতিপক্ষের রান তোলার গতি বেঁধে দেন তিনি। উইকেট না পেলেও চাপ সৃষ্টি করে অন্য প্রান্ত থেকে নিয়মিত সাফল্য এনে দেন সতীর্থ বোলাররা। সাকিবের আঁটসাঁট বোলিংয়ের কারণেই ১২০ রানের বেশি এগোতে পারেনি নাইট রাইডার্স।

ব্যাট হাতে নামার পর সাকিব দেখান আসল পার্থক্য। চাপের মুহূর্তে দায়িত্ব নিয়ে খেলেন ২৪ বলে ৩৮ রানের ঝরঝরে ইনিংস। পাঁচটি চার ও একটি ছক্কায় সাজানো এই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ১৫৮ এর বেশি। টম ব্যান্টনের সঙ্গে তার জুটি এমআই এমিরেটসের জয়ের ভিত গড়ে দেয়। প্রয়োজনীয় সময়ে ঝুঁকি নিয়ে আবার পরিস্থিতি বুঝে রান তোলায় ম্যাচ দ্রুতই একপেশে হয়ে যায়।

১৬.১ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে এমআই এমিরেটস। অলরাউন্ড অবদানের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও ওঠে সাকিব আল হাসানের হাতে। গুরুত্বপূর্ণ এই জয়ে ফাইনালের মঞ্চে পৌঁছাল এমআই এমিরেটস, আর সেই যাত্রার সবচেয়ে বড় নায়ক হয়ে থাকলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।