অস্ট্রেলিয়ায় ট্রফি জিততে বাংলাদেশকে করতে হবে ১৭০
-
1
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
-
2
ক্যারির শতকে ভর করে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার লড়াই, প্রথম দিনে ৩২৬-৮
-
3
এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই
-
4
কনওয়ে-লাথামের রেকর্ড জুটিতে দাপট, প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৩৩৪-১
-
5
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড
অস্ট্রেলিয়ায় ট্রফি জিততে বাংলাদেশকে করতে হবে ১৭০
অস্ট্রেলিয়ায় ট্রফি জিততে বাংলাদেশকে করতে হবে ১৭০
কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সেমিফাইনালে বিজয়ী দল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি। ফাইনালে বাংলাদেশ এইচপি প্রতিপক্ষ হিসেবে পেল অ্যাডিলেড স্ট্রাইকার্সকে। আগে ব্যাট করা অ্যাডিলেড ২০ ওভারে সংগ্রহ করেছে ১৬৯ রান, হারিয়েছে ৭ উইকেট। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী রিপন মন্ডল ফাইনালেও পেয়েছেন ২ উইকেট।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে টসে জিতেন বাংলাদেশ এইচপির অধিনায়ক আকবর আলি। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অ্যাডিলেড স্ট্রাইকার্সকে। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার জ্যাক উইন্টারকে হারায় অ্যাডিলেড। রান-আউটের শিকার হয়ে বিদায় নেওয়া উইন্টার করতে পারেন কেবল ৪ রান।
তিনে নামা টম ও'কনেল তখন আরেক ওপেনার হ্যারি ম্যাথিয়াসের সঙ্গী। এই দুইয়ের দৃঢ়তায় পাওয়ার প্লের ৬ ওভারে অ্যাডিলেড স্ট্রাইকার্সের স্কোরবোর্ডে ৩২ রান। এরপর ইনিংসের ১০তম ওভারে মাহফুজুর রহমান রাব্বি নিজের দ্বিতীয় ওভার করতে এসে বিদায় করেন ১৯ রানে থাকা ম্যাথিয়াসকে।
ফিফটি হাঁকানো টম ও'কনেল এরপর আর বেশিদূর যেতে পারেননি। আফিফ হোসেন ধ্রুবর প্রথম ওভারেই হয়েছেন বোল্ড। ফেরার আগে ৩৩ বলে করেন ৫৩ রান। ইনিংসের পরের ওভারে রাকিবুল হাসান স্পিন ঘূর্ণিতে তুলে নেন হ্যারি মানেনটিরর উইকেট, ৬ বল খেলা হ্যারি ১ রানের বেশি পাননি।
অধিনায়ক লিয়াম স্কট শুরু থেকে রূপ নেন মারমুখী। তবে রিপন মন্ডল স্কটের ঝড় বেশিক্ষণ রাখতে দেননি। তার ১৮ বলের ইনিংসে সমান দুই চার ও ছক্কায় রান আসে ৩০। দলীয় ১১৯ রানে পঞ্চম উইকেট হারানো অ্যাডিলেড স্ট্রাইকার্সকে এরপর পথ দেখান রায়ান কিং ও স্যাম রাহালে। এই দুইয়ের জুটির কল্যাণে ২০ ওভার শেষে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সংগ্রহ ৭ উইকেটে ১৬৯। শেষবেলায় ঝড় তুলে ১৯ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন রায়ান কিং। রাহালে অপরাজিত থাকেন ১৩ বলে ২০ রানে।
