লিটন দাস নেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে
-
1
বিপিএলে এবার খেলবে পাঁচ দল, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা
-
2
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
-
3
নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
-
4
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
-
5
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
লিটন দাস নেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে
লিটন দাস নেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে
২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চমক হিসেবে দলে জায়গা পেলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে অফ ফর্মের কারণে নেই লিটন কুমার দাসের নামও।
আজ এক বিবৃতিতে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল জানিয়েছে বিসিবি। ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে ওপেনার লিটন কুমার দাসকে। চার পেসার ও দুই স্পিনার নিয়ে বাংলাদেশ তাদের স্কোয়াড সাজিয়েছে। মুশফিকুর রহিমের সঙ্গে ব্যাকআপ উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমন।
তামিম ইকবাল দুই দিন আগে জানালেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের প্রাথমিক দলে সাকিব আল হাসানের না থাকাও নিশ্চিতই হয়ে যায় আগেরদিন। এবার লিটন দাস আর শরিফুল ইসলামও স্কোয়াডে জায়গা পাননি।
এখন পর্যন্ত ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেও পারভেজ ইমনের ওয়ানডে অভিষেক হয়নি। অভিষেকের অপেক্ষায় থাকা ইমনকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে যাবে টাইগাররা।
বাংলাদেশের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
