সাইফউদ্দিনের অলরাউন্ড দাপটে সেমিফাইনালে বাংলাদেশ
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            3
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                সাইফউদ্দিনের অলরাউন্ড দাপটে সেমিফাইনালে বাংলাদেশ
সাইফউদ্দিনের অলরাউন্ড দাপটে সেমিফাইনালে বাংলাদেশ
হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ দল। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের কাছে ডিএলএস মেথডে ১৮ রানে হার মানতে হয় সংযুক্ত আরব-আমিরাতকে। আর তাতেই পরের রাইন্ডে চলে গেছে বাংলাদেশ। ৪০০ স্ট্রাইকরেটে ৩৬ রান করা মোহাম্মদ সাইফউদ্দিন বল হাতে প্রথম ওভারেই শিকার করেন জোড়া উইকেট।
বাংলাদেশের দেওয়া ১১২ রানের টার্গেট টপকাতে নেমে সংযুক্ত আরব-আমিরাত ৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে যখন ৪৩ রানে আলোক স্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়ানো যায়নি। ফলে ডিএলএস পদ্ধতিতে এগিয়ে থাকায় বাংলাদেশকে ১৮ রানে জয়ী ঘোষণা করা হয়। অলরাউন্ড পারফর্ম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জিতলেন মোহাম্মদ সাইফউদ্দিন।
টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জিশান আলম ও আবদুল্লাহ আল মামুনের উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে আসে ৫৯ রান। ১১ বলের ইনিংসে মামুন ৩ ছক্কা ও ২ চারে করেন ৩১ রান।
তিনে নামা মোহাম্মদ সাইফউদ্দিন কেবল ৯ বল খেলার সুযোগ পান। তাতেই ৪০০ স্ট্রাইকরেটে ৩৬ রানের ক্যামিও খেলেন। ৫ ছক্কার বিপরীতে সাইফউদ্দিন এদিন বাউন্ডারি হাঁকান কেবল একটি। অপরাজিত থাকা ওপেনার জিশান আলম ১৭ বলে খেলেন ৩৪ রানের ইনিংস। সমান ৩টি করে চার ও ছক্কা আসে তার ব্যাট থেকে। ফলে নির্ধারিত ৬ ওভারে বাংলাদেশ পেয়ে যায় ১১১ রানের সংগ্রহ।
সংযুক্ত আরব-আমিরাতকে শুরুর ওভারেই ম্যাচ থেকে ছিটকে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাট হাতে তান্ডব চালানোর পর বোলিংয়ে এসেই নেন জোড়া উইকেট। দ্বিতীয় বলে বোল্ড করেন প্রতিপক্ষের অধিনায়ক আসিফ খানকে। তিনে নামা মোহাম্মদ জোহাইব ৪ বলের বেশি খেলতে পারেননি। তাকে সাইফউদ্দিন বিদায় করেন লেগ বিফোরের ফাঁদে। আরব-আমিরাতের হারানো তৃতীয় উইকেট দখলে নেন আবদুল্লাহ আল মামুন।
