বিপিএল পেমেন্ট বিতর্ক: খেলোয়াড়দের ক্ষতিপূরণ নিয়ে বিসিবি সভাপতির বক্তব্য
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            3
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                বিপিএল পেমেন্ট বিতর্ক: খেলোয়াড়দের ক্ষতিপূরণ নিয়ে বিসিবি সভাপতির বক্তব্য
বিপিএল পেমেন্ট বিতর্ক: খেলোয়াড়দের ক্ষতিপূরণ নিয়ে বিসিবি সভাপতির বক্তব্য
বিপিএলের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড়দের পরিশোধ করতে পারিশ্রমিকের ৫০ শতাংশ। কিন্তু অভিযোগ উঠেছে বিপিএলের এই নিয়ম অনুসরণ করেনি অনেক দল। এখন পর্যন্ত খেলোয়াড়দের কোনো পারিশ্রমিকই দেয়া হয়নি। সত্যতাও মিলেছে এই অভিযোগের। বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে এর কারণ জানতে চাইলে তিনি বলেন, এক কথায় উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব না।
বিপিএল শুরুর আগে একটি জাতীয় দৈনিকে খবর বের হয়, টুর্নামেন্ট শুরুর আগে এক টাকাও পাননি খেলোয়াড়রা। তারপর প্রথম ম্যাচের পর দুর্বার রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়ও সংবাদ সম্মেলনে এসে স্বীকার করেন টাকা না পাওয়ার কথা।
বুধবার মিরপুর শেরে বাংলা ন্যাশলান ক্রিকেট স্টেডিয়ামে এই ব্যাপারে গণমাধ্যমের সামনে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, "প্রতিটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রথম দিন থেকে যোগাযোগ করা, তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে। এটা আমরা করছি। আসলে আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট চিন্তা করেন এটা (টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের অর্ধেক পারিশ্রমিক) না কেন, এটার উত্তর এক কথায় আমি দিতে পারব না। আপনাকে গত ৪ মাসের পরিস্থিতি দেখতে হবে। তার মানে এই না যে খেলোয়াড়রা পয়সা পাবে না। ওটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। আমি সভাপতি হিসেব তাদের সঙ্গে কথা বলছি।"
ফারুক আহমেদ আরো বলেন, "তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছি। যাতে তারা অনুভব না করে...বোর্ড শুধু দেখবে। তারা কিন্তু আমাদের পার্টনার।"
