শেষ ওভারের নাটকে রাজশাহীকে হারাল চট্টগ্রাম

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শেষ ওভারের নাটকে রাজশাহীকে হারাল চট্টগ্রাম

শেষ ওভারের নাটকে রাজশাহীকে হারাল চট্টগ্রাম

শেষ ওভারের নাটকে রাজশাহীকে হারাল চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে লো-স্কোরিং ও রুদ্ধশ্বাস এক ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ২ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। শেষ মুহূর্তের উত্তেজনায় ভরা এই জয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নেয় চট্টগ্রাম।

টস জিতে আগে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১২৮ রান। শুরু থেকেই চট্টগ্রামের নিয়ন্ত্রিত বোলিংয়ের চাপে পড়ে রাজশাহীর ব্যাটিং লাইনআপ। ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৫ রান করে ফিরলে শুরুতেই ধাক্কা খায় দলটি। এরপর মোহাম্মদ ওয়াসিম ১৯ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭ রান করলেও কেউই ইনিংস বড় করতে পারেননি।

মাঝের ওভারে মুশফিকুর রহিমের ১৫ ও মেহেরব হাসানের ১৯ রানে কিছুটা লড়াইয়ের পুঁজি পায় রাজশাহী। শেষদিকে আকবর আলীর ১৭ ও তানজিম হাসান সাকিবের অপরাজিত ১৪ রানে ভর করে ১২৮ রানের সংগ্রহ দাঁড়ায়। চট্টগ্রামের হয়ে আমের জামাল ছিলেন সবচেয়ে সফল বোলার, ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম নেন দুটি করে উইকেট।

জবাবে ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম রয়্যালসও শুরুটা ভালো করতে পারেনি। ওপেনার অ্যাডাম রসিংটন ১৭ ও মোহাম্মদ নাইম শেখ ৭ রান করে ফিরে গেলে দ্রুত চাপে পড়ে যায় দলটি। এক পর্যায়ে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়।

সেই চাপের মধ্যে দলের হাল ধরেন অধিনায়ক মাহেদী হাসান। ধীরস্থির ব্যাটিংয়ে ২৫ বলে ২৮ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে হাসান নেওয়াজ ৩৬ বলে ৩৫ রান করে ম্যাচে ভারসাম্য ফেরান। এরপর আসিফ আলীর ২৭ রানের ইনিংসে জয়ের আশা জাগে চট্টগ্রামের ডাগআউটে।

শেষদিকে আবার নাটকীয়তা বাড়ে, তবে আমের জামালের ঝোড়ো ৪ বলে ৮ রানের ক্যামিওতে জয়ের কাছাকাছি পৌছে যায় চট্টগ্রাম। শেষ বলে ২ রান নিয়ে জয় নিশ্চিত করে নেওয়াজ। রাজশাহীর হয়ে বোলিংয়ে বেনুরা ফার্নান্দো ৩ উইকেট নিলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।