দুই ওপেনারের উইকেট নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ
-
1
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
-
2
ক্যারির শতকে ভর করে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার লড়াই, প্রথম দিনে ৩২৬-৮
-
3
এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই
-
4
কনওয়ে-লাথামের রেকর্ড জুটিতে দাপট, প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৩৩৪-১
-
5
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড
দুই ওপেনারের উইকেট নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ
দুই ওপেনারের উইকেট নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ
চট্টগ্রামে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশ ক্যাপ্টেনের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে সফরকারী জিম্বাবুয়ে প্রথম দিনের প্রথম সেশনে রান তুলেছে ৮৯। বিপরীতে, বাংলাদেশের শিকার প্রতিপক্ষের দুই ওপেনারের উইকেট। অভিষিক্ত তানজিম হাসান সাকিবই শুরুটা করেন উইকেট উদযাপনের।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ২ উইকেট গেল জিম্বাবুয়ের। শুরুতে ব্রায়ান বেনেটর উইকেট নিয়ে অভিষেক রাঙান তানজিম সাকিব। এরপর তাইজুল ইসলাম এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। দুই ওপেনারকে হারালেও তিনে নামা নিক ওয়েলচ আর শন উইলিয়ামসের ব্যাটে ছুটে চলছে জিম্বাবুয়ে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মিরাজ ইনিংসের ৮ম ওভারে অ্যাকশনে এসে দ্বিতীয় বলেই পেতে পারতেন উইকেটের দেখা। প্রথম স্লিপে দাঁড়ানো সাদমান ইসলাম ছাড়েন বেন কারেনের সহজ ক্যাচ। ব্যক্তিগত ১১ রানে নতুন জীবন পাওয়া কারেন ২১ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তাইজুল ইসলাম বল হাতে এসেই কারেনকে বোল্ড করে ভাঙেন জুটি।
এর আগে জাকের আলি অনিকের কাছে ব্রায়ান বেনেটকে ক্যাচ বানিয়ে অভিষেক উইকেট পান তানজিম সাকিব। নিজের প্রথম টেস্টে উইকেটের জন্য অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি সাকিবকে। তার সৌজন্যেই ভাঙে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি।
মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ২৮ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ৮৯। ৫৩ বলে ৩২ রানে অপরাজিত নিক ওয়েলচ, ৩৪ বল খেলা শন উইলিয়ামসের ব্যাটে রান ৬।
