জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে ৫ আনক্যাপড
-
1
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
-
2
জন্মদিনে এক নজরে কোহলির অবিশ্বাস্য রেকর্ড
-
3
নতুন রূপে বিপিএলঃ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন
-
4
অকল্যান্ডে ৭ রানে জয়, নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিবীয় উল্লাস
-
5
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে ৫ আনক্যাপড
জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে ৫ আনক্যাপড
জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য টেম্বা বাভুমার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করেছে। ১৬ সদস্যের দলে রাখা হয়েছে পাঁচজন আনক্যাপড খেলোয়াড়কে। তারা হলেন, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, লেসেগো সেনোকোয়ানে, কোডি ইউসুফ, ডেওয়ান্ড ব্রেভিস এবং প্রেনেলন সুব্রায়েন।
২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ৬ ইনিংসে ৫০৭ রান করেছেন ব্রেভিস। প্রিটোরিয়াস ২০২৫ এর এসএ টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক।
দলে অন্য নয়জন সিনিয়র খেলোয়াড় কাগিসো রাবাদা, এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন, রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবসকে রাখা হয়নি জিম্বাবুয়ে সিরিজে। যাতে তাঁরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর বিশ্রাম নিতে পারেন ।
প্রথম ম্যাচ শুরু হবে ২৮ জুন, দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৬ থেকে ১০ জুলাই পর্যন্ত, এবং এটি হবে দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (১১–১৫ জুন, লর্ডস) পরবর্তী প্রথম টেস্ট সিরিজ ।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, কর্বিন বশ, টনি ডি জর্জি, জুবাইর হামজা, কেশব মহারাজ, কিউনা মাফাকা, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, লেসেগো সেনোকোয়ানে, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরেইনা, কোডি ইউসুফ।
