টি-টোয়েন্টির অধিনায়ক হতে চান হৃদয়?
-
1
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
2
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
3
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
-
4
বলবয় থেকে ব্যাটিং কোচ: আশরাফুলের ফিল সিমন্সের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক
-
5
ফিরে আসার গল্প: ব্যাট হাতে নয়, এবার কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল
টি-টোয়েন্টির অধিনায়ক হতে চান হৃদয়?
টি-টোয়েন্টির অধিনায়ক হতে চান হৃদয়?
অধিনায়কত্ব ছাড়তে চেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এক কিংবা দুই সংস্করণ নয়, তিন ফরম্যাট থেকেই পদত্যাগের কথা ভাবছেন শান্ত। তাই স্বাভাবিকভাবেই বিকল্প খুঁজতে হবে বিসিবিকে, টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে সবার আগে নাম এসেছে তাওহীদ হৃদয়ের। তবে হৃদয় নিজে কি ভাবছেন? নেতৃত্ব নয়, হৃদয়ের ভাবনায় কেবল আফগান সিরিজ।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আজ দেশ ছাড়ে বাংলাদেশ দলের একাংশ। এর মাঝে ছিলেন তাওহীদ হৃদয়ও, বিসিবি থেকে বিমানবন্দরে যাওয়ার আগে হৃদয় মুখোমুখি হন গণমাধ্যমের। টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,
‘এ বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা দায়িত্বে আছেন, তাঁরা ভালো জানবেন। আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া উচিত। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।’
অধিনায়কের দায়িত্ব নিয়ে প্রস্তুত কি না হৃদয়? যেভাবে দিলেন উত্তর, ‘আমি এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে চাইছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, এই ব্যাপারটাতেই মনোযোগ দিতে চাচ্ছি।’
বাংলাদেশ দলে হৃদয়ের আরও উপরের দিকে খেলতে চান কিনা? 'আমি সবসময় যেকোনো জায়গাতে খেলতে প্রস্তুত। টিমের প্রাধান্য আগে। টিম যে সিদ্ধান্ত নিবে।'
