৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজুর রহমান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজুর রহমান

৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজুর রহমান

৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজুর রহমান

ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের বাকি অংশ থেকে সরে দাঁড়িয়েছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। তার পরিবর্তে ২০২৫ মৌসুমের বাকি অংশের জন্য মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মুস্তাফিজুর রহমানের দল পাবার খবর নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। 

 

মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ খেলে ৬১ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তার রয়েছে সমান সাফল্য—বাংলাদেশের হয়ে ১০৬ ম্যাচে ১৩২ উইকেট শিকার করেছেন তিনি।

আইপিএল ২০২৫-এ দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মুস্তাফিজ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ৬ কোটি রুপিতে।

২০১৬, ২০১৭, ২০১৮, ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ মৌসুমে আইপিএলের অংশ ছিলেন মুস্তাফিজুর রহমান। ৭ মৌসুমে খেলেছেন ৫ ভিন্ন দলের হয়ে। 

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১ম দুই মৌসুম খেলার পর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস হয়ে ২০২২ ও ২০২৩ মৌসুমে মুস্তাফিজ খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। সর্বশেষ আসরে অবশ্য দ্য ফিজ ছিলেন চেন্নাই সুপার কিংস শিবিরে।