আইপিএল নিলামে নাম ডাকাই হয় পাঁচ বাংলাদেশির, তাসকিনের নাম ডাকলেও আগ্রহ দেখায়নি কোনো দল

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএল নিলামে নাম ডাকাই হয় পাঁচ বাংলাদেশির, তাসকিনের নাম ডাকলেও আগ্রহ দেখায়নি কোনো দল

আইপিএল নিলামে নাম ডাকাই হয় পাঁচ বাংলাদেশির, তাসকিনের নাম ডাকলেও আগ্রহ দেখায়নি কোনো দল

আইপিএল নিলামে নাম ডাকাই হয় পাঁচ বাংলাদেশির, তাসকিনের নাম ডাকলেও আগ্রহ দেখায়নি কোনো দল

আইপিএলের নিলামঘর ছিল এক উত্তেজনাপূর্ণ রঙিন মঞ্চ, যেখানে শুধু দলগুলো নয়, ভক্তরাও চোখ রাখতে বাধ্য হয়েছেন। সাতজন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে শুধুমাত্র দু’জনের নামই উঠে এসেছে দলে। মুস্তাফিজুর রহমানের দাপট রেকর্ড ভাঙা বোলারদের মতোই স্পষ্ট। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভেড়িয়েছে ৯ কোটি ২০ লাখ রুপিতে। অন্যদিকে তাসকিন আহমেদের নাম ডাকা সত্ত্বেও কোনো দলই তাকে দলে নেয়ার আগ্রহ দেখায়নি। বাকি পাঁচ বাংলাদেশি শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা এবং তানজিম সাকিবের নাম ডাকাই হয়নি নিলামে।

নিলামের শেষ মুহূর্তের রাউন্ডে দেখা গেছে আরও চমক। পৃথ্বী শ্ব কে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস ৭৫ লাখ রুপিতে। চেন্নাই সুপার কিংস পেয়েছে জ্যাক ফক্সকে ৭৫ লাখে, গুজরাট টাইটান্স দলে নিয়েছে টম বেন্টনকে ২ কোটি রুপিতে এবং পৃথ্বী রাজকেও। অ্যাডাম মিলন ২ কোটি রুপিতে দলে জায়গা পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। কুলদীপ সেন, ভিকি অস্তোয়াল, লুক উড, ভিহান মালহোত্রা, কৌশিক চৌহান সবাই নিজ নিজ দলের দলে জায়গা পেলেও কাইল জেমিসন শেষ পর্যন্ত কেউ কিনে নেয়নি।

ফলাফলে স্পষ্ট হলো, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই নিলামে শুধুমাত্র মুস্তাফিজই আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজির নজর কেড়েছেন। তাসকিনের মতো সম্ভাবনাময় ক্রিকেটারও দলে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন, যা দেশের ভক্তদের মধ্যে কিছুটা হতাশা তৈরি করেছে। অন্যদিকে মুস্তাফিজের দামের পাশাপাশি তার দলে নেওয়া আন্তর্জাতিক স্বীকৃতি, বাংলাদেশের ক্রিকেটে প্রতিভাবান খেলোয়াড়দের প্রতি আগ্রহ এবং আস্থা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।