বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে সরকারের ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন
                                বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে সরকারের ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন
বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে সরকারের ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন
দেশের ক্রীড়া ক্ষেত্রের নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) চলমান বিপিএলের পারিশ্রমিক সমস্যা খতিয়ে দেখতে ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে। কমিটি ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে মন্ত্রণালয়ে।
মাঠের ক্রিকেট ছাপিয়ে পারিশ্রমিক বিতর্ক এবারের বিপিএলকে ঘিরে। দুর্বার রাজশাহীর সাথে পাল্লা দিয়ে পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক সৃষ্টি করে যাচ্ছে চিটাগং কিংস। নিয়ম অনুযায়ী পরিশোধ করছেন না খেলোয়াড়দের পারিশ্রমিক। এই সমস্যা শুধু এবারই প্রথম এমন কিন্তু নয়। চলতি আসরে মাত্রা ছাড়িয়ে গেলেও প্রায় প্রতি আসরেই এমন ঘটনা ঘটছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে,'বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) একটি পেশাদার টি-টোয়েন্টি লিগ হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে। বিপিএল ২০২৫ কে সাজানো হয়েছে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে - জাতীয় লক্ষ্য অর্জনের একটি সোপান হিসেবে। উল্লেখ্য, মাননীয় প্রধান উপদেষ্টা স্বয়ং এতদসংক্রান্তে বেশ কিছু উদ্ভাবনী ধারণা প্রদান করেছেন। আরো উল্লেখ্য যে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার উদ্যোগে বিপিএল ২০২৫ এর সফল আয়োজনে ০৩টি ক্রীড়া অবকাঠামো মেরামত/ সংস্কারে সরকার কর্তৃক বড় অঙ্কের অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে।
চলতি বিপিএলকে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ সংক্রান্তে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যা জাতীয় ক্রীড়া পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছে। চুক্তি মোতাবেক যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ না করা হলে বিসিবি, বিপিএল তথা দেশের সম্মানের জন্য হানিকর মর্মে প্রতীয়মান হয়।
বিপিএল ২০২৫ কে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকা সংক্রান্তে উত্থাপিত ইস্যুসমূহ যথাযথ পরীক্ষান্তে খতিয়ে দেখার জন্য একটি "সত্যানুসন্ধান কমিটি" গঠন করা হলো।'
তিন সদস্যের কমিটিতে আহবায়ক করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে (ক্রীড়া)। সদস্য হিসেবে রাখা হয়েছে ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব এবং সদস্য সচিব হিসেবে থাকছেন সহকারী পরিচালক (ক্রীড়া)।
