পিএসএল ড্রাফটের আগে রিটেইন প্লেয়ারদের তালিকা প্রকাশ
-
1
নিউজিল্যান্ডের নাটকীয় জয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ ব্যর্থ
-
2
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
3
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
-
4
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
5
বলবয় থেকে ব্যাটিং কোচ: আশরাফুলের ফিল সিমন্সের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক
পিএসএল ড্রাফটের আগে রিটেইন প্লেয়ারদের তালিকা প্রকাশ
পিএসএল ড্রাফটের আগে রিটেইন প্লেয়ারদের তালিকা প্রকাশ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি। তার আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজি কোন কোন খেলোয়াড়কে এই আসরের জন্য ধরে রাখবে সেই তালিকা নিশ্চিত করেছে।
পিএসএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে তাদের আগের আসরের দল থেকে সর্বোচ্চ আটজন খেলোয়াড় ধরে রাখতে পারতো। তিনটি ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস, লাহোর কালান্দার্স সেটাই করেছে। আর করাচি কিংস, মুলতান সুলতানস এবং পেশোয়ার জালমি প্রত্যেকে সাতজন খেলোয়াড় ধরে রেখেছে।
ইসলামাবাদ ইউনাইটেড (৮)-
শাদাব খান, নাসিম শাহ, ইমাদ ওয়াসিম, আজম খান, সালমান আলী আগা, হায়দার আলি, কলিন মুনরো এবং রুমান রাইস।
কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস (৮)-
আবরার আহমেদ, মোহাম্মদ আমির, রাইলি রুশো, আকিল হোসেন, সৌদ শাকিল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, খাজা নাফে, এবং উসমান তারিক।
লাহোর কালান্দার্স (৮)-
শাহীন শাহ আফ্রিদি, ফখর জামান, হারিস রউফ, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক, জাহানদাদ খান, জামান খান, ডেভিড ভিসা।
করাচি কিংস (৭) -
হাসান আলি, জেমস ভিন্স, মোহাম্মদ ইরফান খান, শান মাসুদ, আরাফাত মিনহাস, টিম সেইফার্ট এবং জাহিদ মেহমুদ।
মুলতান সুলতানস (৭)-
মোহাম্মদ রিজওয়ান, উসামা মীর, ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, উসমান খান, ক্রিস জর্ডান এবং ফয়সাল আকরাম।
পেশোয়ার জালমি (৭)-
বাবর আজম, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আরিফ ইয়াকুব, মেহরান মুমতাজ, সুফিয়ান মোকিম, আলী রাজা।
