বিতর্কের পরই সুখবর, পিএসএলে খেলবেন মুস্তাফিজুর রহমান
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 20 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
ভারতে খেলতেই হবে এই খবর অসত্য, বিসিবি জানাল আইসিসি কি বলেছে
-
2
পরেরবার আইপিএলে নাম দেয়ার আগে বেশ কয়েকবার ভেবে দেখবেন তানজিম সাকিব
-
3
সেরা তিন-চারে থেকে কোয়ালিফাই করতে চায় ঢাকা ক্যাপিটালস, জানালেন সাইফুদ্দিন
-
4
এই দিনে জন্ম নেয় বাংলাদেশ নামের ক্রিকেট দল
-
5
স্মিথের অপরাজিত ১২৯ রানে অস্ট্রেলিয়ার দাপট, অ্যাশেজ ইতিহাসে নতুন মাইলফলক
বিতর্কের পরই সুখবর, পিএসএলে খেলবেন মুস্তাফিজুর রহমান
বিতর্কের পরই সুখবর, পিএসএলে খেলবেন মুস্তাফিজুর রহমান
আইপিএলের নাটকীয় অধ্যায়ের রেশ কাটতে না কাটতেই নতুন ঠিকানার বার্তা পেলেন মুস্তাফিজুর রহমান। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে বাদ পড়ার মাত্র তিন দিনের ব্যবধানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সবুজ সংকেত পেয়েছেন বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার।
আইপিএলের সময়সূচির মধ্যেই পিএসএলে মাঠে নামার সুযোগ থাকছে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসএলের অফিসিয়াল পেজ থেকে তার একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে লেখা হয়, "ব্যাটারদের সাবধান থাকতে হবে… এইচবিএল পিএসএল ১১-তে যোগ দিচ্ছেন মোস্তাফিজুর রহমান।"
যদিও এখনো নিশ্চিত হয়নি মুস্তাফিজ কোন দলের জার্সিতে খেলবেন, তবে পিএসএলে তাকে দেখা যাবে এমনটাই ধরে নেওয়া হচ্ছে। এবার আসরটি আয়োজন করা হচ্ছে আরও বড় পরিসরে। আগের পাঁচ বা ছয় দলের বদলে দলসংখ্যা বাড়িয়ে আটটি করা হয়েছে।
৩০ বছর বয়সী এই টাইগার পেসার এর আগে মাত্র একবারই পিএসএলে খেলেছেন। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে ৬.৪৩ ইকোনমিতে শিকার করেছিলেন চার উইকেট। আট বছর পর আবারও লিগটিতে ফেরার অপেক্ষায় মুস্তাফিজ।
এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ালেও শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বিতর্কিতভাবে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। গত শনিবার আনুষ্ঠানিকভাবে তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
