হোর্বাটের হয়ে আজ ও ২ উইকেট শিকার করলেন রিশাদ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বিপিএল খেলা ক্রিকেটারদের নিয়ে শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তান টিম ঘোষণা
-
2
জোড়াতালির দল থেকে শক্তি বাড়ানোর পথে চট্টগ্রাম রয়্যালস
-
3
তিন বছর আগের সাঙ্গাকারার কথা, আজ বাস্তবে কাজে লাগাচ্ছেন সাকিব
-
4
পরবর্তীতে বাংলাদেশ দলে আর কোনো পঞ্চপন্ডব চান না সৌম্য সরকার
-
5
রংপুর ম্যাচের আগে চট্টগ্রামে স্বস্তি, অনুশীলনে চোট পেলেও শঙ্কামুক্ত শরিফুল
হোর্বাটের হয়ে আজ ও ২ উইকেট শিকার করলেন রিশাদ
হোর্বাটের হয়ে আজ ও ২ উইকেট শিকার করলেন রিশাদ
বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে বাংলাদেশের ক্রিকেটার রিশাদ হোসেন চমক দেখালেন। সোমবার মেলবোর্ন রেনিগেডসের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ৩৪ রান খরচ করে ২ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। মেলবোর্নের বিপক্ষে রিশাদের দল হোবার্ট জিতেছে ৪ উইকেটে।
হোবার্টের ওভালে টস হেরে ব্যাট করতে নেমে রেনিগেডস শুরু করেন উড়ন্তভাবে। কিন্তু তৃতীয় ওভারে রিশাদের ধরা ক্যাচে শুরুর ৩৮ রানের জুটি ভেঙে যায়। পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ, দেন ৮ রান।
পাওয়ার প্লের শেষ ওভারে মিচেল ওয়েনের সঙ্গে জুটি ভাঙার পর সপ্তম ওভারে রিশাদ ফেরান পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। পরের বলেই একইভাবে জেইক ফ্রেজার-ম্যাকগার্ককে শূন্যে ফিরিয়ে দেন। এই ওভারে আসে ১৫ রান।
চতুর্দশ ওভারে নিজের কোটার শেষ বল পর্যন্ত রিশাদ মাত্র ৫ রান দিয়ে দলের সফল বোলারের রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
মেলবোর্নের দেয়া ১৬৩ রানের লক্ষ্য হোবার্ট পেরিয়ে যায় ৪ উইকেট হাতে রেখে। ব্যাটিংয়ে নামতে হয়নি রিশাদ হোসেনকে।
