পাকিস্তানের অধিনায়ক কে হবেন, ইউনিস খান জানালেন তাঁর পছন্দ
-
1
তাসকিন-মুস্তাফিজের মুখোমুখি লড়াইয়ে জয়ী মুস্তাফিজ
-
2
হেডের অপরাজিত ১৪২ রানে অ্যাশেজে অজিদের কাছে ধরাশায়ী ইংল্যান্ড
-
3
ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের পাহাড়সম রান
-
4
বাংলাদেশের যুবা ক্রিকেটারদের সেমিফাইনালে বিদায়, ফাইনালে ভারত-পাকিস্তান
-
5
হজের লড়াকু সেঞ্চুরিতে ফলোঅন এড়ানোর চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজ
পাকিস্তানের অধিনায়ক কে হবেন, ইউনিস খান জানালেন তাঁর পছন্দ
পাকিস্তানের অধিনায়ক কে হবেন, ইউনিস খান জানালেন তাঁর পছন্দ
ক্রিকেটারদের ব্যর্থতায় বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। বিশ্বমঞ্চে পাকিস্তানি ক্রিকেটারদের এমন শোচনীয় পারফরম্যান্সে সমালোচনায় মেতেছে অনেকেই। ব্যর্থতার সবচেয়ে বড় দায় দেয়া হচ্ছে পাকিস্তানের অধিনায়ক বাবার আজমকে। অনেকেই ভাবছেন বাবরের অধিনায়কত্ব শেষ হচ্ছে।
বাবর আজম অধিনায়ক থাকবেন কি থাকবেন না এই বিষয়ে বাবর নিজে কিংবা পিসিবির তরফ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইউনিস খান প্রস্তাব করেছেন পাকিস্তানের নতুন অধিনায়কের নাম।
পাকিস্তানের একটি অনুষ্ঠানে ইউনিস খান বলেন, ‘ফখর জামান কেন পাকিস্তানের অধিনায়ক হতে পারবে না? সে কি পারফর্মার নয়? সে কি গত ৫০ ওভারের বিশ্বকাপে ভালো করেনি? কে সেই বিশ্বকাপে আমাদের আশা দেখিয়েছিল? ফখরের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি, তবে দ্বিতীয় ভাগে ঘুরে দাঁড়িয়েছে বলেই পাকিস্তান সাফল্য পেয়েছিল।’
ফখর জামান একজন ওপেনিং ব্যাটার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখা গেছে মিডল অর্ডারে ব্যাট করতে। বিশ্বকাপে ওপেন করেছেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যাট করায় ফখরের প্রসংশা করে ইউনিস আরও বলেন,
‘কে দলের জন্য নিজের ওপেনিং স্লট ছেড়ে দিয়েছে, চার-পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করছে? কে নিজের জায়গা ছেড়ে দিয়েছে? ফখর জামান। সে কেন অধিনায়ক হতে পারবে না?’
গত ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর আজম। কিন্তু সেই বিশ্বকাপেও দল আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় অধিনায়কত্ব ছাড়েন বাবর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পুরনায় ফিরে পান তিনি। এবার বাবরের অধিনায়কত্বের ভবিষ্যৎ কি হবে সেটাই দেখার অপেক্ষা!
