সিপিএলের নতুন চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া কিংস
- 1
জিম্বাবুয়ে টেস্টের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা
- 2
নিউজিল্যান্ড সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে
- 3
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে এসে শ্রেয়াস জানলেন জরিমানা ১২ লাখ
- 4
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ
- 5
পাকিস্তানে যাবার আগে শারজাহতে ২ টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

সিপিএলের নতুন চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া কিংস
সিপিএলের নতুন চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া কিংস
অ্যারন জোন্স, রোস্টন চেজ মিলে সেন্ট লুসিয়া কিংসকে প্রথমবারের মতো জেতালেন সিপিএল শিরোপা। প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে তারা হারিয়েছে ৬ উইকেটে। আর তাতেই গায়ানার হোম ক্রাউডের সামনে ফাফ ডু প্লেসিসের দল পেল চ্যাম্পিয়নের স্বাদ।
সেন্ট লুসিয়ার প্রথম শিরোপা জয়ের দিনে ফাইনাল সেরার পুরস্কার জিতলেন ২২ বলে ৩৯* রানের ক্যামিও ইনিংস খেলা রোস্টন চেজ, এর আগে বল হাতেও শিকার করেন ১ উইকেট। সেন্ট লুসিয়ার আফগান স্পিনার নুর আহমেদ পুরো টুর্নামেন্টে পেয়েছেন ২২ উইকেট, তার হাতেই উঠল সিরিজসেরার পুরস্কার।
জয়ের জন্য সেন্ট লুসিয়া কিংসের শেষ ৫ ওভারে দরকার ছিল ৬৬ রান। অ্যারন জোন্স আর রোস্টন চেজ মিলে পরের ৩ ওভারের মধ্যেই দলকে নিয়ে যান জয়ের পথে। ১৮.১ ওভারেই নিশ্চিত হয়ে যায় ৬ উইকেটের বড় জয়।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি। সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন ডোয়াইন প্রিটোরিয়াস। এছাড়া তিনে নামা শাই হোপের ব্যাট থেকে আসে ২২ রান। ফাইনালেও বল হাতে আলো ছড়িয়েছেন সেন্ট লুসিয়ার নুর আহমেদ।
শিরোপা জয়ের মিশনে সহজ টার্গেট টপকাতে নেমে ৫১ রান করতেই ৪ উইকেট হারিয়ে বসে সেন্ট লুসিয়া কিংস। অধিনায়ক ফাফ ডু প্লেসিস উইকেট হারান ২১ বলে ২১ রানে। আরেক ওপেনার জনসন চার্লস ৭ রান করতেই নিয়েছেন বিদায়। তিনে নামা আকিম অগাস্ট করেন ১৩ রান। ১০ বল খেলা টিম সেইফার্ট ৩ রানের বেশি করতে পারেননি।
৫১ রানে ৪ উইকেট হারানো সেন্ট লুসিয়াকে তখন বাকি ১০ ওভারে করতে হত ৮৭ রান। অ্যারন জোন্স, রোস্টন চেজ মিলে আর কোনো বিপদ ঘটতে দেননি। সমান ২ চার ও ছক্কায় ২২ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন চেজ। অ্যারন জোন্স ৩১ বলে ৪৮ রানের ইনিংস খেলে দলকে শিরোপা জিতিয়ে মাঠ ছাড়েন।