Image

এশিয়া কাপ ২০২৫, বাংলাদেশের সব ম্যাচ আবু ধাবিতে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এশিয়া কাপ ২০২৫, বাংলাদেশের সব ম্যাচ আবু ধাবিতে

এশিয়া কাপ ২০২৫, বাংলাদেশের সব ম্যাচ আবু ধাবিতে

এশিয়া কাপ ২০২৫, বাংলাদেশের সব ম্যাচ আবু ধাবিতে

এশিয়া কাপ ২০২৫, টুর্নামেন্টের সূচি আগেই প্রকাশিত হয়েছিল। এবার ভেন্যুও চূড়ান্ত করলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই প্রতিযোগিতার।

টি-টোয়েন্টি সংস্করণে আয়োজিত এশিয়া কাপের এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দেশ। ‘বি’ গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশকে। একই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। গ্রুপপর্বে টাইগারদের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবু ধাবিতে। 

প্রথম ম্যাচেই অপেক্ষা করছে হংকং, ১১ সেপ্টেম্বর। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই গ্রুপ থেকে সেরা দুই দল পাবে সুপার ফোরে খেলার টিকিট। সেখানে প্রতিপক্ষ আরও কঠিন হবে। তবে গ্রুপ পর্বে ভালো শুরু করতে পারলে আত্মবিশ্বাস নিয়ে নামা যাবে পরবর্তী ধাপে।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এই গ্রুপের সব ম্যাচ হবে দুবাইয়ে। ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ লড়াই থাকছে ১৪ সেপ্টেম্বর।

উল্লেখযোগ্য যে, শুরুতে এই টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল ভারতের মাটিতে। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপড়েনের কারণে পাকিস্তান ভারতে খেলতে রাজি হয়নি। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয় সংযুক্ত আরব আমিরাতকে।

বি গ্রুপ (আবু ধাবি):

বাংলাদেশ

বাংলাদেশ বনাম হংকং – ১১ সেপ্টেম্বর – আবু ধাবি
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – ১৩ সেপ্টেম্বর – আবু ধাবি
বাংলাদেশ বনাম আফগানিস্তান – ১৬ সেপ্টেম্বর – আবু ধাবি

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান – ১০ সেপ্টেম্বর – আবু ধাবি
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ – ১৩ সেপ্টেম্বর – আবু ধাবি
শ্রীলঙ্কা বনাম হংকং – ১৭ সেপ্টেম্বর – আবু ধাবি

আফগানিস্তান

আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা – ১০ সেপ্টেম্বর – আবু ধাবি
আফগানিস্তান বনাম হংকং – ১৪ সেপ্টেম্বর – আবু ধাবি
আফগানিস্তান বনাম বাংলাদেশ – ১৬ সেপ্টেম্বর – আবু ধাবি

হংকং

হংকং বনাম বাংলাদেশ – ১১ সেপ্টেম্বর – আবু ধাবি
হংকং বনাম আফগানিস্তান – ১৪ সেপ্টেম্বর – আবু ধাবি
হংকং বনাম শ্রীলঙ্কা – ১৭ সেপ্টেম্বর – আবু ধাবি

এ গ্রুপ (দুবাই):

ভারত

ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত – ১০ সেপ্টেম্বর – দুবাই
ভারত বনাম পাকিস্তান – ১৪ সেপ্টেম্বর – দুবাই
ভারত বনাম ওমান – ১৯ সেপ্টেম্বর – দুবাই

পাকিস্তান

পাকিস্তান বনাম ওমান – ১১ সেপ্টেম্বর – দুবাই
পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত – ১৬ সেপ্টেম্বর – দুবাই
পাকিস্তান বনাম ভারত – ১৪ সেপ্টেম্বর – দুবাই

সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত বনাম ভারত – ১০ সেপ্টেম্বর – দুবাই
সংযুক্ত আরব আমিরাত বনাম পাকিস্তান – ১৬ সেপ্টেম্বর – দুবাই
সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান – ১৮ সেপ্টেম্বর – দুবাই

ওমান

ওমান বনাম পাকিস্তান – ১১ সেপ্টেম্বর – দুবাই
ওমান বনাম ভারত – ১৯ সেপ্টেম্বর – দুবাই
ওমান বনাম সংযুক্ত আরব আমিরাত – ১৮ সেপ্টেম্বর – দুবাই

সুপার ফোর রাউন্ড

শুরু: ২০ সেপ্টেম্বর
চারটি ম্যাচ: ২০, ২২,২৪ ও ২৬ সেপ্টেম্বর (ভেন্যু: দুবাই)

ফাইনাল

২৮ সেপ্টেম্বর – দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three