অভিষেকের রোমাঞ্চ সঙ্গী করে বাংলাদেশে আসছেন অ্যালিস্টার ক্যাম্পবেল পুত্র জোনাথন

৯৭ প্রতিবেদক: শিহাব আহসান খান

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অভিষেকের রোমাঞ্চ সঙ্গী করে বাংলাদেশে আসছেন অ্যালিস্টার ক্যাম্পবেল পুত্র জোনাথন

অভিষেকের রোমাঞ্চ সঙ্গী করে বাংলাদেশে আসছেন অ্যালিস্টার ক্যাম্পবেল পুত্র জোনাথন

অভিষেকের রোমাঞ্চ সঙ্গী করে বাংলাদেশে আসছেন অ্যালিস্টার ক্যাম্পবেল পুত্র জোনাথন

১৯৯৯ সালের মেরিল ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট। কেনিয়া, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ঐ সিরিজে জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন অ্যালিস্টার ক্যাম্পবেল। বাংলাদেশকে দুই ম্যাচেই হারানো জিম্বাবুয়েকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন অ্যালিস্টার ক্যাম্পবেল। এক ম্যাচে ৫৫, অপর ম্যাচে ৯৭ রান করেছিলেন তিনি। 

১৯৯৭ থেকে ২০০১ অব্দি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট মিলে আরও ৮ ইনিংসে ব্যাট করেছেন ক্যাম্পবেল। সাকুল্যে ১০ ইনিংসে ৩ ফিফটি ও ১ সেঞ্চুরি। 

হঠাৎ এতো আগে ফিরে গিয়ে অ্যালিস্টার ক্যাম্পবেলের বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্স খোঁজার কারণ তাঁর পুত্র। ২৬ বছর বয়সী জোনাথন ক্যাম্পবেল জায়গা পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়ের ১৫ সদস্যের স্কোয়াডে। 

সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলে একমাত্র আনক্যাপড ক্রিকেটার অ্যালিস্টার ক্যাম্পবেল পুত্র জোনাথন ক্যাম্পবেলই। ২৮ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে দল। বাবার মত জিম্বাবুয়ে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পূরণের আশা নিয়েই বাংলাদেশে আসবেন জোনাথন। 

২৬ বছর বয়সী জোনাথন একজন অলরাউন্ডার। বাবার মত বাঁহাতে ব্যাট করেন, করেন লেগব্রেক বোলিংও। এখন অব্দি খেলেছেন ৩০ প্রথম শ্রেণির ম্যাচ, ৩৯ লিস্ট এ ম্যাচ ও ২৬ টি-টোয়েন্টি ম্যাচ। রান করেছেন যথাক্রমে ১৬৭৮, ১০৬৩ ও ২৯৩। উইকেট নিয়েছেন ৩৯, ২৭ ও ১০ টি। 

জোনাথন ক্যাম্পবেলের চাচা ডোনাল্ড ক্যাম্পবেলও ক্রিকেটার ছিলেন। এই উইকেটরক্ষক ব্যাটার অবশ্য অ্যান্ডি ফ্লাওয়ার, ওয়েইন জেমসদের কারণে কখনো জিম্বাবুয়ে জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি। ক্যারিয়ার থেমেছে ৫৩ প্রথম শ্রেণির ম্যাচ ও ১৪ টি লিস্ট এ ম্যাচ দিয়ে।   

উল্লেখ্য,  ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম ম্যাচ। সিরিজের ২য় ও ৩য় ম্যাচও এই মাঠে হবে যথাক্রমে ৫ ও ৭ মে। 

১০ মে ৪র্থ টি-টোয়েন্টি ও ১২ মে ৫ম টি-টোয়েন্টি মাঠে গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল। 

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড- 

সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গে, ক্লাইভ মাদান্ডে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, অ্যান্সলে লোভু, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস। 

জিম্বাবুয়ে সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পের বাংলাদেশ স্কোয়াড- 

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।