মাঠে একা সৌম্য, করেছেন অনেক কাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মাঠে একা সৌম্য, করেছেন অনেক কাজ

মাঠে একা সৌম্য, করেছেন অনেক কাজ

মাঠে একা সৌম্য, করেছেন অনেক কাজ

গতরাতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর আজ টিম হোটেলে বিশ্রাম করছে বাংলাদেশ দল। সকালে সফরকারী দল অনুশীলন করে গেলেও বাংলাদেশের ছিল না কোনো ট্রেনিং সেশন। তবে এদিন মাঠে দেখা গেল স্কোয়াডের বাইরে থাকা সৌম্য সরকারকে। হেড কোচ থেকে শুরু করে ব্যাটিং কোচ, ফিটনেস কোচদের নিয়ে সৌম্য সাগরিকার মাঠে ব্যস্ত সময় কাটান। তপ্ত রোদে টানা দুই ঘণ্টা সৌম্য সরকারকে পুরোদমেই অনুশীলন করতে দেখা গেছে।

ইনজুরির কারণে সৌম্য সরকার চট্টগ্রাম পর্বের ৩ ম্যাচের স্কোয়াডে নেই। তবে সৌম্য দলের সাথে এসেছেন চট্টগ্রামে। নিয়মিত পা রাখছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও, আজ ১৫ সদস্যের স্কোয়াডের কেউ মাঠে না আসলেও সৌম্য ঠিকই এসেছেন। নানা ভাবে নিজেকে প্রস্তুত করছেন। প্রথমে কিছু সময় ফিটনেস ট্রেনারদের নিয়ে রানিং করেছেন। এরপর ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে নিয়ে নেটে করেছেন ব্যাটিং।

কোচরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরলেও সৌম্য থেকে যান। উইকেটের পাশে দাঁড়িয়ে থ্রোয়ারের বল একের পর এক বাউন্ডারির বাইরে ফেলছেন। কত বড় ছয় হাঁকানো যায়, এই কাজটাই যেন করার চেষ্টা করেছেন লম্বা সময়। বেলা ১২ টা ৪০ মিনিটে সৌম্য আজ ঢুকেছিলেন মাঠে, আর যখন ব্যাট নিয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন তখন ঘড়িতে সময় ২ঃ৪৭ মিনিট। 

এর মাঝেই ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাছে জানতে চাওয়া সৌম্য ব্যাট হাতে ম্যাচে ফিরছেন কবে? 'এটাই আমাদের প্ল্যান যে সে এই পাঁচ ম্যাচের সিরিজের কোনো অংশে খেলবে। এখন সে রিহ্যাব প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।' 

সৌম্য সরকার তার সেরা দিনে কি করতে পারেন, নিউজিল্যান্ডের বিপক্ষে গত ডিসেম্বরে নেলসনে দেখিয়েছেন । বাকিদের ব্যর্থতায় একা খেলে ১৫১ বলে করেন ১৬৯। সমস্যা হলো তার এমন সেরা দিন আসে কমই। ধারাবাহিকতার ঘাটতি বাঁহাতি ব্যাটারের সামর্থ্যকে প্রায়ই করেছে আড়াল।

সৌম্য সরকার ফিরছেন জিম্বাবুয়ে সিরিজের ঢাকা পর্বে। বিশ্বকাপ দলেও তার থাকা প্রায় নিশ্চিতই বলা চলে। নিজেকে ফিরে পেতে মরিয়া সৌম্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর রূপে ফিরতে পারেন মিরপুরেই, যা তিনি নিয়ে যেতে চান আমেরিকার বিশ্বকাপে।