নিউজিল্যান্ডের দিনে টিকনার ঝলক, তবে ইনজুরিতে মাঠ ছাড়লেন তিনি

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 9 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ডের দিনে টিকনার ঝলক, তবে ইনজুরিতে মাঠ ছাড়লেন তিনি

নিউজিল্যান্ডের দিনে টিকনার ঝলক, তবে ইনজুরিতে মাঠ ছাড়লেন তিনি

নিউজিল্যান্ডের দিনে টিকনার ঝলক, তবে ইনজুরিতে মাঠ ছাড়লেন তিনি

 নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ড ২৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করেছে ৭৫ ওভারে ২০৫ রান। ফলে কিউইরা এখনো ১৮১ রানে পিছিয়ে রয়েছে।

ব্রায়েল টিকনার আজকের দিনে সবথেকে আলোচিত বোলার ছিলেন। ১৬ ওভার বোলিংয়ে ৪ উইকেট নেন তিনি ৩২ রানে। তবে দিনের শেষে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পাওয়ায় তাকে স্ট্রেচারে বহন করে মাঠ থেকে নেওয়া হয়। টিকনার একটি ডাইভের সময় প্রচণ্ডভাবে পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পরিস্থিতি চরম উদ্বেগজনক ছিল। তবে পরবর্তীতে তিনি বসতে সক্ষম হন এবং অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়।

ক্যাপ্টেন টম ল্যাথাম ৭ রান অপরাজিত থাকেন, ওপেনিং পার্টনার ডেভন কনওয়ে করেন ১৬ রান। ল্যাথাম টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। খেলার শুরুতে উইকেট নেওয়ায় সহজ হয়নি, তবে টিকনার দুই উইকেট নিয়ে দুই ওভারে নিউজিল্যান্ডকে খেলার পথে এনে দেন।

ডেবিউট্যান্ট মাইকেল রে তাঁর প্রথম টেস্টে ১৮ ওভার বোলিংয়ে ৩ উইকেট নিয়ে টিকনার পাশে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন, জন ক্যাম্পবেল ৪৪ এবং ব্র্যান্ডন কিং ৩৩ রান যোগ করেন।

ইনজুরির কারণে দুই দলেই পরিবর্তন আনতে হয়েছে। নিউজিল্যান্ডের হয়ে ডেবিউ করা রে এবং উইকেটকিপার মিচেল হে খেলেছেন, যেখানে টম ব্লান্ডেল এবং ম্যাট হেনরি অনুপস্থিত। ওয়েস্ট ইন্ডিজের জন্য টেগনারাইন চন্দারপালের অনুপস্থিতিতে কিং ওপেনিংয়ে নেমেছেন, কেভেম হজে এবং অ্যান্ডারসন ফিলিপ ম্যাচে সুযোগ পান।

ক্রাইস্টচার্চে প্রথম টেস্টটি ড্র হয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৮ ডিসেম্বর মাউন্ট মাওঙ্গানুইতে।