Image

জোড়া সেঞ্চুরির পথে শ্রীলঙ্কা, বাংলাদেশ পায়নি একটি উইকেটও

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জোড়া সেঞ্চুরির পথে শ্রীলঙ্কা, বাংলাদেশ পায়নি একটি উইকেটও

জোড়া সেঞ্চুরির পথে শ্রীলঙ্কা, বাংলাদেশ পায়নি একটি উইকেটও

জোড়া সেঞ্চুরির পথে শ্রীলঙ্কা, বাংলাদেশ পায়নি একটি উইকেটও

সকালে বাংলাদেশকে পাঁচবার উৎসবের উপলক্ষ এনে দিয়েছে খালেদ, শরিফুলরা। মধ্যাহ্নভোজের বিরতিতে বেশ স্বস্তি নিয়েই ড্রেসিংরুমে ফিরে নাজমুল হোসেন শান্তরা। এরপর মাঠে ফিরে যেন উইকেট শিকার করা ভুলে গেছে টাইগার বোলাররা। ধনঞ্জয়া আর কামিন্দুর ব্যাটে শুরুর বিপর্যয় সামলে শ্রীলঙ্কার রানের চাকায়ও এসেছে গতি। জোড়া ফিফটি ছুঁয়ে দুই ব্যাটারই ছুটছেন সেঞ্চুরির দিক। এই সেশনে ১২৫ রান স্কোরবোর্ডে জমা করে শ্রীলঙ্কা, বিপরীতে বাংলাদেশ পায়নি একটি উইকেটও। 

দিনের প্রথম সেশনে লঙ্কানদের পাঁচ উইকেট দ্রুত শিকার করা বাংলাদেশ দ্বিতীয় সেশনে ছিল একেবারেই বিবর্ণ। উইকেটের দেখা তো দূরে, কোনোপ্রকার সুযোগই তৈরি করতে পারেনি বোলাররা। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা আর কামিন্দু মেন্ডিসের রেকর্ড ১৬০ রানের জুটিতে শ্রীলঙ্কার স্কোরবোর্ডের অবস্থা এখন ২১৭/৫।

এক খালেদের কল্যাণে অবশ্য সিলেট টেস্টের প্রথম সেশন দারুণভাবে কাটিয়ে যায় বাংলাদেশ। ২২ ওভার বল করে ৯২ রান দেওয়ার বিনিময়ে তুলে নিয়েছে ৫ উইকেট। সকালের সেশন পুরোটাই রাজত্ব করলেন খালেদ, যেখানে টিকে থাকার সংগ্রামে বিপর্যস্ত দশা লঙ্কান ব্যাটসম্যানদের। ৫৭ রানে ৫ উইকেট হারানোর পর ধনঞ্জয়া-কামিন্দু প্রতিরোধ লড়াই শুরু করেছেন। তাতে রান তোলার গতিও বেড়েছে বেশ।

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস খেলতে নেমেই কামিন্দুর ব্যাটে দ্বিতীয় ফিফটি। এই কামিন্দু মেন্ডিস অবশ্য প্যাভিলিয়নে ফিরতে পারতেন ডাক হয়ে। যদি না শরিফুল ইসলামের বলে সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা মাহমুদুল হাসান জয়ের হাত থেকে বল ফস্কে যেত। শুরুতেই জীবন পাওয়া কামিন্দু এরপর আর কোনোপ্রকার ভুল করেননি, দায়িত্ব নিয়ে দলকে টেনেছেন। নিজের ইনিংস বড় করেছেন।

ওয়ানডে মেজাজে ব্যাত চালিয়ে পরপর দুজনেই পেয়ছেন ফিফটির দেখা। ৫২ বলে পঞ্চাশ ছুঁয়েছেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা, ৫১ বলে ফিফটি আসে কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে। ৬ষ্ঠ উইকেট জুটিতে তাদের শতরান পূর্ণ হয় ৯৬ বলে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three