সাকিবের ফিফটি হাতছাড়ার দিনে সাভারে জিয়া ঝড়
- 1
জিম্বাবুয়ে টেস্টের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা
- 2
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে এসে শ্রেয়াস জানলেন জরিমানা ১২ লাখ
- 3
নিউজিল্যান্ড সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে
- 4
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ
- 5
পাকিস্তানে যাবার আগে শারজাহতে ২ টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

সাকিবের ফিফটি হাতছাড়ার দিনে সাভারে জিয়া ঝড়
সাকিবের ফিফটি হাতছাড়ার দিনে সাভারে জিয়া ঝড়
গেল মাসের ২৭ মার্চ, সাভারে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জয়ে অবদান রেখেছিলেন ব্যাটে-বলে। ৬৫ বলে ৫৩ রান ও ১৪ রান খরচে ২ উইকেট। সাকিব হয়েছিলেন ম্যাচসেরা।
এক মাসের বেশি সময় পরে আজ (৩০ এপ্রিল) সাভারে আবার ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) এ মাঠে নামেন সাকিব। সুপার লিগে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে দাপট দেখানো শুরু করলেও শেষটা মন মত করতে পারেননি।
৫৬ বল স্থায়ী ইনিংসে ২ টি চার ও ৩ টি ছক্কা। ফিফটি থেকে ১ রান দূরে থাকতে আউট হন তানজিম হাসান সাকিবের বলে, ক্যাচ দেন সাব্বির হোসেনকে।
সাকিবের ফিফটি হাতছাড়া করার দিনে ৪০ এর ঘরে গিয়ে আউট হয়েছেন সৈকত আলি ও নুরুল হাসান সোহান। দুজনই সাজঘরে ফিরেছেন ৪১ রান করে।
তবে নয় নম্বরে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিং করে ফিফটি তুলে নিয়েছেন জিয়াউর রহমান। ৫৮ বলে ৬ চার ও ৮ ছক্কায় ৮৫ রান করে আউট হন তিনি। তাঁর এই ইনিংসেই ৫০ ওভারে ২৬৭ রান স্কোরবোর্ডে জমা করতে পারে শেখ জামাল। ৯ম উইকেটে রিপন মন্ডলকে নিয়ে জিয়াউর রহমান যোগ করেন ৮২ রান।