আবাহনীই সুজনের কাছে সবার আগে, লিটন ইস্যুতে যে বার্তা দিলেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আবাহনীই সুজনের কাছে সবার আগে, লিটন ইস্যুতে যে বার্তা দিলেন

আবাহনীই সুজনের কাছে সবার আগে, লিটন ইস্যুতে যে বার্তা দিলেন

আবাহনীই সুজনের কাছে সবার আগে, লিটন ইস্যুতে যে বার্তা দিলেন

​ঢাকা লিগে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) প্রতিবারই শক্ত দল গড়ে সফলতম এই দলটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। জাতীয় দলের সেরা তারকাদের নিয়ে গড়া দলটা এতটাই শক্ত যে কোচ খালেদ মাহমুদ সুজন বলছেন আবাহনী বাংলাদেশ জাতীয় দলের চেয়েও শক্ত দল, এই দলে কারও জায়গাই পাঁকা নয়।

শাইনপুকুর ক্রিকেট ক্লাবের খেলা দেখতে মিরপুরে আসা আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন মুখোমুখি হন। সেখানে কথা বলেন আবাহনীর শক্তিমত্তা নিয়ে।

সুজন বলেন, 'আমাদের দলটা যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট না, অনেক শক্তিশালী। একটা ঢাকা প্রিমিয়ার লিগের দল এরকম কবে এত শক্তিশালী ছিল আমার মনে পড়ে না।' 

সর্বশেষ ম্যাচে আবাহনীর হয়ে মাঠে নামেননি লিটন দাস। সেটার কারণ গণমাধ্যমকর্মী জানতে চাইলে সুজন মনে করিয়ে দেন, জাকের আলি অনিকও খেলেননি সেদিন

সুজন বলেন, 'জাকের আলি ছিল না এটা তো বলেননি। জাকের আলি আমার সবচেয়ে বড় পারফর্মার। জাকের একটু অসুস্থ। আর লিটন একটা ব্রেক চেয়েছে। তার দিনে লিটন ওয়ান অব দ্য বেস্ট প্লেয়ার। আমি সবসময় লিটনের ব্যাটিং অনেক পছন্দ করি। ওর ব্যাটিং দেখা অন্যরকম ব্যাপার। মেন্টালি হয়তো ব্লক আছে। রান করেনি। যদি আমার ওই ফ্ল্যাক্সিবলিটি না থাকত তাহলে হয়তো আমি লিটনকে এই ব্রেকটা দিতাম না। ফ্ল্যাক্সিবলিটি আছে, আমাদের যে ব্যাটিং অর্ডার…আমি মনে করে একটা ব্রেক নিয়েই আসুক। তাকে সুপার লিগ থেকে পাব আশা করছি।'

তবে সুজন এও মনে করিয়ে দিচ্ছেন, যে যেকেউই এসে দলে ঢুকে যেতে পারবে না। নাজমুল হোসেন শান্তকে হাসির ছলে এটাও বলেছেন, যে এটা তাঁর জাতীয় দলের চেয়েও শক্ত।

'পারফরম্যান্স তো কথা বলবেই। তখন ইজি ওয়াকিং ছিল। এখন আর ইজি ওয়াকিংটা নেই। আবাহনী এখন জাতীয় দল থেকে… আমি কালকে শান্তকে হাসতে হাসতে বলছিলাম, তোর জাতীয় দল থেকে আমার আবাহনী এখন স্ট্রং। সুতরাং যারা আবাহনীর জন্য প্রতিদিন অনুশীলন করছে, পারফর্ম করছে, তাদের ফেলে দেওয়া সহজ নয়। লিটন দেশ সেরা ব্যাটার। ওর জন্য হয়তো দরজাটা খোলা আছে। যদি দলের ওইরকম প্রয়োজন পড়ে, অবশ্যই লিটন… সে আবাহনীর হয়ে অনেক বছর ধরে খেলছে। পারফর্ম করছে। যদিও আমরা তাকে লাস্ট দুই বছর অনেক কম পেয়েছি। খেলাতে পারিনি, খেলতে পারেনি। আমি মনে করি ওরা পেশাদার। আমি আমার বেস্ট দলটাই পিক করব। শান্ত এসেছে। মোসাদ্দেক খুবই ভালো ছিল শেষ ৮ ম্যাচে। শান্ত এসেছে। আমার বেস্ট পসিবল দলটাই পিক করব। দিন শেষে আমি চ্যাম্পিয়ন হতে চাই।' 

'আমি তো বললাম, আবাহনীতে কারো প্লেস ইজ নট গ্যারান্টেড। আমি খুবই পেশাদার। আবাহনী অনেক টাকা খরচ করে। অন্য প্রিমিয়ার লিগ দল থেকে বেশি টাকা দেই বলে ওরা আবাহনীতে খেলে। লিটন দাস, মোসাদ্দেক সৈকত, নাজমুল শান্ত, সাইফউদ্দিন, ওরা কিন্তু আবাহনীকে অনেক বছর খেলছে। ওরা কিন্তু যেতেও চায় না। তাঁরা আবাহনীতে থাকতে চায়। অনেক কিছুই আছে। কিন্তু আমি যখন আবাহনীর জন্য কাজ করি, তখন আমিও পেশাদার হয়ে কাজ করি। আমার খেলোয়াড়দের জন্য সফট কর্নার আছে। ওদের আমি প্রচণ্ড আদর করি। কিন্তু টিমের ব্যাপার আসবে, সেখানে আবাহনী প্রথম।'