লড়লেন কেবল মুমিনুল, শ্রীলঙ্কার কাছে বড় পরাজয়
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

লড়লেন কেবল মুমিনুল, শ্রীলঙ্কার কাছে বড় পরাজয়
লড়লেন কেবল মুমিনুল, শ্রীলঙ্কার কাছে বড় পরাজয়
মুমিনুলের একাকী লড়াই ম্লান করে বাংলাদেশের বিপক্ষে বড় জয় তুলে নিল শ্রীলঙ্কা। ৫১১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩৭ রানে পাঁচ উইকেট হারানো দলকে একা হাতে টেনে নিয়ে যান মুমিনুল। দলের পরাজয়ের দিন অল্পের জন্য মিস করেন সেঞ্চুরি, ৮৭ রানে অপরাজিত থেকে ছাড়েন মাঠ। ততক্ষণে বাংলাদেশের নিশ্চিত হয়ে গেছে ৩২৮ রানের হার। প্রথম ইনিংসে ৩ উইকেট শিকার করা কাসুন রাজিথা দ্বিতীয় ইনিংসে পেলেন ফাই-ফারের দেখা।
প্রথম ইনিংসে ১৮৮ রানের ইনিংস খেলা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৮২ করতেই। একা হাতে লড়াই করলেন কেবল মুমিনুল হক। ১৪৮ বল খেলা মুমিনুল ৮৭ রান নিয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে।
৫ উইকেটে স্কোরবোর্ডে ৪৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, সকালের সেশনের প্রথম ঘণ্টায় শ্রীলঙ্কার সাফল্য কেবল নাইটওয়াচ ম্যান তাইজুল ইসলামের উইকেট। এরপর অবশ্য মেহেদী হাসান মিরাজও হারান উইকেট। তবে একা হাতে লড়াই করে সেশন শেষ করে মধ্যাহ্নভোজের বিরতিতে দলকে নিয়ে যান মুমিনুল। বিরতি থেকে ফিরেই টেস্ট ক্যারিয়ারের ১৭ তম ফিফটি ছুঁয়েছেন মুমিনুল।
মিরাজের বিদায়ের পর মুমিনুলের সঙ্গী হন শরিফুল ইসলাম। ৮১ বলে খেলা তাদের ৪৭ রানের জুটিতে শরিফুল খেলেছেন ৪২ বল। শরিফুলের পর খালেদকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন কাসুন রাজিথা।