ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচে নেতৃত্ব দিতে চান শান মাসুদ

ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচে নেতৃত্ব দিতে চান শান মাসুদ
ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচে নেতৃত্ব দিতে চান শান মাসুদ
ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ হবে, সেই ম্যাচে নেতৃত্ব দেবেন শান মাসুদ। পাকিস্তানের বর্তমান লাল বলের অধিনায়কের এমন এক স্বপ্ন রয়েছে। যা ‘উইজডেন ক্রিকেট মান্থলি’ কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন মাসুদ নিজেই।
ভারত ও পাকিস্তান টেস্ট ম্যাচ খেলছে না ২০০৭/০৮ সাল থেকে। যেকোনো সংস্করণে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ২০১২/১৩ সাল থেকে। মূলত ভারত-পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক অস্থিরতা রয়েছে, তার ফলাফল পড়েছে ক্রিকেটে। ফলে দুই দেশের মধ্যে আইসিসি ইভেন্ট ব্যতীত কোনো ম্যাচে দেখা হওয়ার সুযোগ নেই।
সেক্ষেত্রে পাকিস্তানের নারী ও পুরুষ দল আইসিসি ও এসিসি থেকে যেসব ইভেন্ট হয়ে থাকে, সেগুলোতে মুখোমুখি হয়েছেন বেশ কয়েকবার। প্রতিটি অবশ্য সীমিত ওভারের ক্রিকেটে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত দুই বছর খেলেছে ভারত। তবে সেখানে পাকিস্তান এখনো যেতে পারেনি। উইজডেনের সাথে সাক্ষাৎকারে মাসুদ বলেন, “ভারতের বিপক্ষে এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আমার সেরা স্মৃতি হয়ে আছে। প্রায় ৯৪ হাজার দর্শকের সামনে ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং এটা এক পরাবাস্তব অনুভূতি।”
“আমরা যদি একটা টেস্ট ম্যাচ পেতাম পাকিস্তান বা ভারতে, এমনকি আহমেদাবাদের মাঠেও, অথবা পাকিস্তানের মাঠে, বা কোনো নিরপেক্ষ ভেন্যুতে– আমি জানি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট যেকোনো মাঠে বিক্রি হবে। এটা দারুণ কিছু হতো।”
“আপনি সেরা দলের সাথে খেলতে চান এবং ভারত এখন সেরাদের মধ্যে অন্যতম, যখন তা আরো টেস্ট ক্রিকেট হয়। আমরা ইংল্যান্ড ও ভারতের মধ্যে দুর্দান্ত এক সিরিজ দেখেছি কিছুদিন আগে। আমি এটা (ভারত-পাকিস্তান) হলে খুব খুশি হতাম। ভারতের বিপক্ষে পাকিস্তানের হয়ে নেতৃত্ব দেওয়া বেশ সম্মানের হতো।”
মাসুদ জানেন তার এই আশা করা খুব কঠিন। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ এমন এক দুয়ার খুলে রেখেছে। যেখানে লাল বলের ক্রিকেটে ভালো করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করা সম্ভব। সেখানে যেকোনো সেরা দলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যেতে পারে। এবং তা যদি ভারত হয়। আর মাসুদ যদি পাকিস্তানের হয়ে নেতৃত্ব দিতে পারে সেই ম্যাচে, তবে তার স্বপ্ন অধরা কিছু নয়।